Sunday, August 24, 2025

টানা ১২ ঘণ্টা লাগাতার অভিযান! রাজস্থানের খনি থেকে উদ্ধার ১৫ কর্মী, আশঙ্কাজনক ৩

Date:

রাজস্থানের (Rajasthan) হিন্দুস্তান কপার লিমিটেডের (Hindustan Cooper Ltd) তামার খনি থেকে শেষমেশ উদ্ধার (Rescue) করা হল আটকে পড়া ১৫ কর্মীকে। বর্তমানে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ইতিমধ্যে উদ্ধার করে জয়পুরের হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থিতিশীল রয়েছেন বলেই খবর। তবে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে এলাকা।

মঙ্গলবার রাতে রাজস্থানের ঝুনুঝুনু জেলায় অবস্থিত হিন্দুস্তান কপার লিমিটেডের একটি তামার খনিতে বিপর্যয় ঘটে। ওই খনি পর্যবেক্ষণে গিয়েছিলেন কলকাতার ভিজিল্যান্স টিম। কাজ শেষ হতেই তাঁরা যখন উঠে আসছিলেন, সেই সময় খনির ভিতরে আচমকাই ছিঁড়ে পড়ে লিফটের তার। দুর্ঘটনায় এইচসিএলের আধিকারিক-সহ ১৪ জন কর্মী আটকে পড়েন।

 

তবে মঙ্গলবার রাত থেকেই জোরকদমে শুরু হয় উদ্ধারকাজ। শেষমেশ, দীর্ঘ ১২ ঘণ্টা পর সুরক্ষিতভাবে উদ্ধার করা হল আটকে থাকা ১৪ জনকেই। তবে আচমকা এমন বিপর্যয়ে আপাতত ওই খনিতে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর। এদিকে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় চারটি থানার পুলিশ এবং উদ্ধারকারী দল। স্থানীয় নিম কা থানার SP প্রবীণ নায়েক বলেন, ‘ফটে আটকে পড়া সকলেই নিরাপদে রয়েছেন। তাদের দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।’

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version