আত্মঘাতী হলেন সচিন তেন্ডুলকরের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। নিজের বাড়িতেই আত্মঘাতী হয়েছেন মাস্টার বাস্টারের নিরাপত্তা বলয়ের অন্যতম সদস্য। মৃতের নাম প্রকাশ কাপড়ে। মৃত নিরাপত্তা কর্মীটি স্টেট রিজার্ভ পুলিশ ফোর্সের(এসআরপিএফ) সদস্য ছিলেন।প্রকাশ কাপড়ে দীর্ঘদিন ধরেই ভারতের ক্রিকেট আইকন ভারতরত্ন সচিন তেন্ডুলকরের নিরাপত্তার সাথে যুক্ত ছিলেন। ৩৯ বছর বয়সী প্রকাশ মহারাষ্ট্রের জামনের শহরে তার নিজ বাড়িতে নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে। মৃত নিরাপত্তা কর্মীটি প্রকাশ কাপড়ে তার পৈতৃক স্থানে একটি সংক্ষিপ্ত ছুটিতে গিয়েছিলেন বলে জানা গেছে।
জামনের থানার পুলিশ ইনস্পেক্টর কিরণ শিন্ডে জানিয়েছেন, মঙ্গলবার রাত ১.৩০ নাগাদ এই ঘটনা ঘটেছে। ঠিক কী কারণে প্রকাশ আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে।প্রকাশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাজনিত মৃত্যুর ধারায় মামলা করেছে পুলিশ। আপাতত পুলিশ প্রকাশের পরিবারের সদস্য, সহকর্মী এবং অন্যান্য পরিচিতকে জিজ্ঞাসাবাদ করছে।