Friday, August 22, 2025

নয়া রেকর্ড! একদিনে ৩০ হাজারেরও বেশি রোগীকে পরিষেবা দিল এসএসকেএম

Date:

একদিনে ৩০ হাজারেরও বেশি রোগীকে পরিষেবা দিয়ে নতুন রেকর্ড গড়ল কলকাতার এসএসকেএম হাসপাতাল। গত সোমবার রাজ্যের ওই সুপার স্পেশালিটি হাসপাতালে ৩০ হাজারেরে বেশি রোগী চিকিৎসা পেয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে হাসপাতালের আউটডোরে প্রায় ১২ হাজার রোগী ডাক্তার দেখিয়েছেন। এর মধ্যে নতুন টিকিটের রোগী ছিলেন ৯৬১৬ জন। পুরনো টিকিট নিয়ে আবার দেখাতে এসেছিলেন ২৩৪৯ জন। কিউ আর কোড স্ক্যান করে চিকিৎসককে দেখান ৬৮৭ জন। ১৩০৩ জন রোগীকে ই-প্রেসক্রিপশন দেওয়া হয়েছে।

ওই একই দিনে ইমার্জেন্সি বিভাগে ৯৫৩ জনকে পরিষেবা দেওয়া হয়েছে। বিভিন্ন ইনডোর বিভাগে ভর্তি হন ৪৫৬ জন। রক্ত সহ বিভিন্ন নমুনা পরীক্ষার পরীক্ষার রিপোর্ট পেয়েছেন ১৪ হাজার ১৩৪ জন। চিকিৎসা শেষে ছুটি পান ১২৬ জন। বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে ১২২৯ জনকে। সবমিলিয়ে ৩০ হাজার ১৬৬ মানুষ ওইদিন নানা খাতে পিজি থেকে পরিষেবা পেয়েছেন। রোগী পরিষেবার নিরিখে ওই দিন রাজ্য়ে দ্বিতীয় স্থানে রয়েছে নীল রতন সরকার মেডিকেল কলেজ। সেখানে ১৫ হাজারেরও বেশি মানুষকে ওইদিন পরিষেবা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্যদফতর সূত্রে জানা গেছে।।

রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের আউটডোর, ইনডোর সহ বিভিন্ন পরিষেবার তথ্য অনলাইনে আপলোড করার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে এক নম্বরে আছে এসএসকেএম। সোমবার, ১৩ মে নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙেছে তারা। হাসপাতাল থেকে পরিষেবা পাওয়া রোগীর সংখ্যা এদিন আগের সমস্ত রেকর্ড ভেঙে হয় ৩০ হাজারেরও বেশি।

আরও পড়ুন- হঠাৎ অসুস্থ, প্রচারের মাঝপথেই ভাঙড় থেকে বাড়ি ফিরলেন সায়নী

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version