Sunday, November 9, 2025

বাড়ছে তাপপ্রবাহের সম্ভাবনা! জলবায়ু পরিবর্তনে ভিলেন কে? চাঞ্চল্যকর রিপোর্ট WWA-র

Date:

চলতি বছর লাগাতার তাপপ্রবাহের (Heatwave) সাক্ষী থেকেছে ভারত (India)-সহ এশিয়ার (Asia) একটা বড় অংশ। শুক্রবার থেকে ভারতের উত্তর-পশ্চিমে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। কিন্তু ঠিক কী কারণে হু হু করে বাড়ল তাপমাত্রা (Temperature)? বিজ্ঞানীরা জানাচ্ছেন, জলবায়ুর পরিবর্তনের প্রভাবেই তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি। আর তার জেরেই এপ্রিল মাসে ভারতে তাপপ্রবাহের আশঙ্কা বেড়েছে ৪৫ গুণ! জলবায়ুর তারতম্যের জেরেই বিশ্ব জুড়ে তাপমাত্রা ১.২ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে আশঙ্কাপ্রকাশ ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (WWA)-এর সদ্য প্রকাশিত রিপোর্টে। এর জেরে বিপদে পড়তে চলেছেন দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী মানুষজন। বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনে ভিলেন মানুষই। অত্যধিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ও গাছ কাটার মতো হঠকারী পদক্ষেপের মাসুল গুনছেন মানুষ।


সূত্রের খবর মালয়েশিয়া, ব্রিটেন, সুইডেন, নেদারল্যান্ডসের বিভিন্ন আবহাওয়া সংক্রান্ত গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের মোট ১৩ জন বিজ্ঞানী এই বিস্ফোরক রিপোর্টটি তৈরি করেছেন। আবহাওয়ার তথ্য পর্যালোচনা করে বিজ্ঞানীরা দেখেছেন শিল্পবিপ্লব পূর্ববর্তী সময়ের তুলনায় বর্তমানে তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি। নতুন রিপোর্টে এশিয়ার বিভিন্ন অঞ্চল বিশ্লেষণের জন্য পৃথক মাপকাঠি নির্ধারণ করা হয়েছিল। রিপোর্টে দেখা গিয়েছে, চলতি বছরে গড় সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রি। তবে ভবিষ্যতে পশ্চিম এশিয়ায় তাপমাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। তাঁদের মত, ২০৪০ বা ২০৫০ সালে তাপমাত্রা বৃদ্ধির হার ২ ডিগ্রি ছুঁতে পারে।

গ্রান্থাম ইনস্টিটিউটের গবেষক মরিয়ম জ়াকারিয়া জানিয়েছেন, বিশ্ব জুড়ে যদি অবিলম্বে তাপ নিঃসরণের হার নিয়ন্ত্রণ করা না যায়, সে ক্ষেত্রে তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আগামী দিনে এই বৃদ্ধির হার ২ ডিগ্রিও ছাড়িয়ে যেতে পারে। আর তাপপ্রবাহের ক্ষেত্রে তা পৌঁছে যেতে পারে ৭ ডিগ্রিতে। তবে তীব্র দাবদাহের প্রভাব পড়ছে জনজীবনেও। অত্যধিক গরমে ক্ষতিগ্রস্ত চাষ আবাদের কাজ। ফলে খাদ্যশস্যের জোগানে ঘাটতির আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি জলসঙ্কটের সাক্ষী হয়েছে বেঙ্গালুরু-সহ বহু শহর। পাশাপাশি তাপমাত্রা জনিত কারণে গত এপ্রিলে মৃত্যুর সংখ্যা রেকর্ড ছুঁয়েছে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version