Tuesday, November 11, 2025

সর্বভারতীয় স্তরে নিজের তৈরি I.N.D.I.A. জোটে ছিলেন-আছেন-থাকবেন: স্পষ্ট করলেন মমতা

Date:

তিনিই দেশে I.N.D.I.A. জোট তৈরি করেছিলেন। তিনি সেই জোটে আছেন, থাকবেন। তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের (Debanshu Bhattacharya) সমর্থনের সভা থেকে অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবারের পরে বৃহস্পতিবার জোট নিয়ে তৃণমূল সুপ্রিমো জানিয়ে দিলেন বাংলায় সিপিএম-কংগ্রেসের সঙ্গে জোট নেই। কিন্তু সর্বভারতীয় স্তরে তিনি I.N.D.I.A. জোটে আছেন।

এদিনের সভা থেকে মমতা বললেন, ”অল ইন্ডিয়া লেভেলে আমরা বিরোধী জোট ইন্ডিয়া তৈরি করেছিলাম। আমরা জোটে থাকব। অনেকে আমাকে ভুল বুঝেছে। আমি জোটে আছি। আমি ওই জোট তৈরি করেছি। আমি জোটে থাকবও। এখানকার সিপিএম নেই। এখানকার কংগ্রেস নেই। কিন্তু সর্বভারতীয় স্তরে আমরা জোটে থাকব। ভুল বোঝাবুঝির কোনও জায়গা নেই। ভুল খবর ছড়িয়েছে। এতে বিভ্রান্তি হচ্ছে।”কাঁথির সভা থেকে তৃণমূল সভানেত্রীর বলেন, ”ভোট নিয়ে কাটাকুটি করবেন না। কংগ্রেস, সিপিআইএম, বিজেপি-র টাকায় ভোট দাড়িয়ে যদি ভোট কেটে দেন, তাহলে বিজেপি-এর লাভ হবে। ইন্ডিয়া জোটটা আমি তৈরি করেছি।” স্পষ্ট কথায় মমতা জানান, ”আমি জোটে আছি,থাকব৷ অনেকে ভুল বুঝেছে। I.N.D.I.A. জোটে আমরা থাকব। কোনও ভুল বোঝাবুঝির ব্যাপার নেই।”

নতুন স্লোগান তুলে মমতা বললেন, ”দেশ থাক, মোদী যাক, ধর্ম থাক, মোদি যাক। তাই বলি অলি গলি মে শোর হ্যায়। আপনারা বলবেন ফোর টোয়েন্টি চোর হ্যায়।” তৃণমূল সুপ্রিমো স্পষ্ট জানান, ”মোদি জিতবে না। যদি জিতে যায়, তা হলে গ্যাসের দাম ২০০০ টাকা হয়ে যাবে। বাহবা গ্যারান্টিলাল, বাহবা গদ্দার দালাল!”

নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো বলেন, ”ভোটের সময় কয়েকটা কথা বলতে চাই। মোদিকে আমি মোদিবাবু বলব না। বলব গ্যারান্টিবাবু। যেমন গদ্দার বলি, নাম নিই না। তেমনই এখানেও আমি নাম নেব না। আমি গ্যারান্টিবাবু বলব। তিনি কী বললেন, বিনা পয়সায় চাল দিচ্ছেন। ২ বছর ধরে এক টাকাও দিচ্ছেন? আমি বলছি হয় আপনি ক্ষমা চান, না হলে বলুন আপনি টাকা দিয়েছেন চালের। ফোর টোয়েন্টির নতুন গ্যারান্টি। টিভিতে, কাগজে, বিজ্ঞাপনে সর্বত্র বলছে বিনা পয়সায় গ্যাস দিয়েছে। দিয়েছে? তার মানে গ্যারান্টিবাবু, ফোর টোয়েন্টি গ্যারান্টি, গ্যাসবেলুনের থেকেও বড় গ্যাসবেলুন, নো গ্যারান্টি। বলুন তো বিনা পয়সায় বিদ্যুৎ দেবে বলেছিল, দিয়েছে? তার মানে নো গ্যারান্টি ফোর টোয়েন্টি।”





Related articles

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...
Exit mobile version