Tuesday, November 11, 2025

সর্বভারতীয় স্তরে নিজের তৈরি I.N.D.I.A. জোটে ছিলেন-আছেন-থাকবেন: স্পষ্ট করলেন মমতা

Date:

Share post:

তিনিই দেশে I.N.D.I.A. জোট তৈরি করেছিলেন। তিনি সেই জোটে আছেন, থাকবেন। তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের (Debanshu Bhattacharya) সমর্থনের সভা থেকে অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবারের পরে বৃহস্পতিবার জোট নিয়ে তৃণমূল সুপ্রিমো জানিয়ে দিলেন বাংলায় সিপিএম-কংগ্রেসের সঙ্গে জোট নেই। কিন্তু সর্বভারতীয় স্তরে তিনি I.N.D.I.A. জোটে আছেন।

এদিনের সভা থেকে মমতা বললেন, ”অল ইন্ডিয়া লেভেলে আমরা বিরোধী জোট ইন্ডিয়া তৈরি করেছিলাম। আমরা জোটে থাকব। অনেকে আমাকে ভুল বুঝেছে। আমি জোটে আছি। আমি ওই জোট তৈরি করেছি। আমি জোটে থাকবও। এখানকার সিপিএম নেই। এখানকার কংগ্রেস নেই। কিন্তু সর্বভারতীয় স্তরে আমরা জোটে থাকব। ভুল বোঝাবুঝির কোনও জায়গা নেই। ভুল খবর ছড়িয়েছে। এতে বিভ্রান্তি হচ্ছে।”কাঁথির সভা থেকে তৃণমূল সভানেত্রীর বলেন, ”ভোট নিয়ে কাটাকুটি করবেন না। কংগ্রেস, সিপিআইএম, বিজেপি-র টাকায় ভোট দাড়িয়ে যদি ভোট কেটে দেন, তাহলে বিজেপি-এর লাভ হবে। ইন্ডিয়া জোটটা আমি তৈরি করেছি।” স্পষ্ট কথায় মমতা জানান, ”আমি জোটে আছি,থাকব৷ অনেকে ভুল বুঝেছে। I.N.D.I.A. জোটে আমরা থাকব। কোনও ভুল বোঝাবুঝির ব্যাপার নেই।”

নতুন স্লোগান তুলে মমতা বললেন, ”দেশ থাক, মোদী যাক, ধর্ম থাক, মোদি যাক। তাই বলি অলি গলি মে শোর হ্যায়। আপনারা বলবেন ফোর টোয়েন্টি চোর হ্যায়।” তৃণমূল সুপ্রিমো স্পষ্ট জানান, ”মোদি জিতবে না। যদি জিতে যায়, তা হলে গ্যাসের দাম ২০০০ টাকা হয়ে যাবে। বাহবা গ্যারান্টিলাল, বাহবা গদ্দার দালাল!”

নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো বলেন, ”ভোটের সময় কয়েকটা কথা বলতে চাই। মোদিকে আমি মোদিবাবু বলব না। বলব গ্যারান্টিবাবু। যেমন গদ্দার বলি, নাম নিই না। তেমনই এখানেও আমি নাম নেব না। আমি গ্যারান্টিবাবু বলব। তিনি কী বললেন, বিনা পয়সায় চাল দিচ্ছেন। ২ বছর ধরে এক টাকাও দিচ্ছেন? আমি বলছি হয় আপনি ক্ষমা চান, না হলে বলুন আপনি টাকা দিয়েছেন চালের। ফোর টোয়েন্টির নতুন গ্যারান্টি। টিভিতে, কাগজে, বিজ্ঞাপনে সর্বত্র বলছে বিনা পয়সায় গ্যাস দিয়েছে। দিয়েছে? তার মানে গ্যারান্টিবাবু, ফোর টোয়েন্টি গ্যারান্টি, গ্যাসবেলুনের থেকেও বড় গ্যাসবেলুন, নো গ্যারান্টি। বলুন তো বিনা পয়সায় বিদ্যুৎ দেবে বলেছিল, দিয়েছে? তার মানে নো গ্যারান্টি ফোর টোয়েন্টি।”





spot_img

Related articles

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...