Sunday, May 4, 2025

শুভেন্দুর থেকে টাকা নিয়ে বিচারপতির চেয়ার বিক্রি!অভিজিৎ নিয়ে বিস্ফোরক জয়প্রকাশ

Date:

কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) ফের দুর্নীতিপরায়ণ, সুবিধাবাদী বলে নিশানা করলেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder)। বিরোধী দলনেতা তথা দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) থেকে টাকা নিয়ে বিচারপতির চেয়ার বিক্রি করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমনই বিস্ফোরক মন্তব্য করেন বর্ষীয়ান তৃণমূল নেতা।

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত ভাষায় আক্রমণ করার পর, স্বেচ্ছাবসর নেওয়া বিচারপতিকে কার্যত ধুয়ে দেন জয়প্রকাশ। তমলুকের বিজেপি প্রার্থীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সন্দেশখালি ঘটনার কথা টেনে বলেন, “রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায়? মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও?” হলদিয়া কাঁথি ও এগরায় আজ, বৃহস্পতিবার দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে।

দলের সুপ্রিমোকে উদ্দেশ্য করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই মন্তব্য নিয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উচিত নিজেকে একবার আয়নার সামনে দাঁড় করানো। তিনি হাইকোর্টে বিচারপতির চেয়ারটা কলঙ্কিত করেছেন। বিচারপতির চেয়ারে বসে পয়সা নিয়েছেন শুভেন্দু অধিকারির কাছ থেকে। সেইমতো রায় দিয়েছেন। আজ এটা প্রমাণিত। তিনি নিজেই বলেছেন হাইকোর্টের বিচারপতি থাকাকালীন তিনি বিজেপির সঙ্গে নেগোশিয়েশন করেছিলেন। কী সেই নেগোশিয়েশন? কীভাবে নিজের চেয়ারটা বিক্রি করেছিলেন বিজেপির কাছে সেটা জানা প্রয়োজন। ভারতের আইনের ইতিহাসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ধরা হবে নোংরা, দুর্নীতি পরায়ণ, সুবিধাবাদী এক চরিত্র হিসেবে।”

Related articles

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...
Exit mobile version