Sunday, May 25, 2025

পুলিশ আধিকারিকের সঙ্গে অভব্য ব্যবহার। শাসন থানায় ঢুকে পুলিশকে রীতিমতো হুমকি দিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naoshad Siddiqi)। বৃহস্পতিবার, এলাকায় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ISF ও বিরোধীদের মধ্যে বচসা বাধে। জলগড়ায় থানা পর্যন্ত। এর পরেই পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে থানায় ঢুকে পুলিশ (Police) আধিকারিকদের সঙ্গে অভব্য ব্যবহার ও কুকথা বলতে শোনা যায় আইএসএফ নেতাকে। ঘটনার জেরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

বসিরহাটের নির্বাচনী প্রচারের জন্য জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে সব দল। এদিন, শাসনে আইএসএফের সভা করার কথা। সেই কারণে খড়িবাড়ি বাজারে পোস্টার ও পতাকা লাগাচ্ছিল কীর্তিপুর ১ নম্বর অঞ্চল আইএসএফ কমিটির সদস্যরা। অভিযোগ, সেই সময় স্থানীয় এক যুবক তাঁদের পতাকা লাগাতে বাধা দেন। এর পরই তর্কাতর্কি থেকে অশান্তি ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক নওশাদ (Naoshad Siddiqi)। অভিযোগ জানাতে শাসন থানায় যান তিনি। কিন্তু সেখানে গিয়ে উল্টে পুলিশকে নিশানা করেন। পুলিশ আধিকারিকদের সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায় ভাঙড়ের বিধায়ককে।

এমনকী এক সময় সব সীমা ছাড়িয়ে পুলিশকে ‘শাসকদলের দালাল’ বলেন নওশাদ। বিধায়ককে বলতে শোনা যায়, “আপনি পুলিশ, পুলিশের মতোই কাজ করুন। তৃণমূলের হয়ে কাজ করবেন না। আপনি দালাল।” এরপরই আদালতে যাওয়ার হুমকি দেন নওশাদ। পাল্টা জবাব দেন এসডিপিও। বলেন, “আপনি একজন সরকারি আধিকারিককে দালাল বলতে পারেন না।” বিষয়টিতে হস্তক্ষেপ করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার।

Related articles

কলকাতাসহ দক্ষিণবঙ্গে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস! মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

উত্তাল হচ্ছে সমুদ্র, নিম্নচাপ ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরে (Bay of bengal)। সপ্তাহভর কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ব্যাপক দুর্যোগের পূর্বাভাস...

৩২ বছরে অন্যায়ের ‘প্রতিশোধ’, CBI আধিকারিককে তির মারলেন প্রৌঢ়!

সেসময় সিবিআই-কে সাহায্য করেছিলেন অপরাধী ধরে দিতে। তাঁর জন্য রেলের দুর্নীতির পর্দা ফাঁস হয়েছিল, দাবি রেলের প্রাক্তন গ্যাংম্যানের...

হাওড়া ময়দানের মঙ্গলাহাটে আগুন-আতঙ্ক, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন 

রবিবাসরীয় সকালে হাওড়ায় মঙ্গলাহাট (Howrah Mangla Haat) এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা। ব্যবসায়ীরা বলছেন, এদিন সকাল সাড়ে নটা নাগাদ মর্ডান...

পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যের ৫ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা

রবিবাসরীয় সকালে বাংলাসহ দেশ জুড়ে মোট পাঁচ বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ( Date of By-elections for five assembly constituencies)...
Exit mobile version