Monday, November 10, 2025

পুলিশ আধিকারিকের সঙ্গে অভব্য ব্যবহার। শাসন থানায় ঢুকে পুলিশকে রীতিমতো হুমকি দিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naoshad Siddiqi)। বৃহস্পতিবার, এলাকায় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ISF ও বিরোধীদের মধ্যে বচসা বাধে। জলগড়ায় থানা পর্যন্ত। এর পরেই পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে থানায় ঢুকে পুলিশ (Police) আধিকারিকদের সঙ্গে অভব্য ব্যবহার ও কুকথা বলতে শোনা যায় আইএসএফ নেতাকে। ঘটনার জেরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

বসিরহাটের নির্বাচনী প্রচারের জন্য জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে সব দল। এদিন, শাসনে আইএসএফের সভা করার কথা। সেই কারণে খড়িবাড়ি বাজারে পোস্টার ও পতাকা লাগাচ্ছিল কীর্তিপুর ১ নম্বর অঞ্চল আইএসএফ কমিটির সদস্যরা। অভিযোগ, সেই সময় স্থানীয় এক যুবক তাঁদের পতাকা লাগাতে বাধা দেন। এর পরই তর্কাতর্কি থেকে অশান্তি ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক নওশাদ (Naoshad Siddiqi)। অভিযোগ জানাতে শাসন থানায় যান তিনি। কিন্তু সেখানে গিয়ে উল্টে পুলিশকে নিশানা করেন। পুলিশ আধিকারিকদের সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায় ভাঙড়ের বিধায়ককে।

এমনকী এক সময় সব সীমা ছাড়িয়ে পুলিশকে ‘শাসকদলের দালাল’ বলেন নওশাদ। বিধায়ককে বলতে শোনা যায়, “আপনি পুলিশ, পুলিশের মতোই কাজ করুন। তৃণমূলের হয়ে কাজ করবেন না। আপনি দালাল।” এরপরই আদালতে যাওয়ার হুমকি দেন নওশাদ। পাল্টা জবাব দেন এসডিপিও। বলেন, “আপনি একজন সরকারি আধিকারিককে দালাল বলতে পারেন না।” বিষয়টিতে হস্তক্ষেপ করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version