Saturday, November 29, 2025

মোদির বিরুদ্ধে লড়তে চেয়েছিলেন,বারাণসীতে মনোনয়ন বাতিল কমেডিয়ান রঙ্গীলার

Date:

Share post:

শ্যাম রঙ্গীলা , একজন কমেডিয়ান। তার ‘মিমিক্রি’র জন্য তিনি যথেষ্ট পরিচিত। বারাণসী লোকসভা আসনের জন্য তার মনোনয়ন বাতিল করা হয়েছে প্রয়োজনীয় হলফনামা জমা দিতে না পারায়। ১৪ মে, তিনি  তার মনোনয়ন দাখিল নিয়ে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন। তবে একদিন পর ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

প্রধানমন্ত্রীর গলা নকল করে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন শ্যাম। কিন্তু ‘মিমিক্রি’ করা বন্ধ করেননি। সোশ্যাল মিডিয়ায় মূলত এই কারণেই তিনি ভীষণ জনপ্রিয়। ইউটিউবে ১০ লাখ সাবস্ক্রাইবার তাঁর। বারাণসীতে নির্দল প্রার্থী হিসেবে মোদির বিরুদ্ধে লড়লে সেই কেন্দ্র নিয়ে যে অন্যরকম চর্চা হত তা বলাই যায়। কিন্তু তেমনটা হওয়ার আর সুযোগ নেই। একদিন আগে, শ্যাম রঙ্গেলা দাবি করেছিলেন যে ১০ মে থেকে তিনি মনোনয়ন জমা দেওয়ার চেষ্টা করা সত্ত্বেও, প্রধানমন্ত্রী মোদি যেদিন তার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সেদিন তাকে জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে প্রবেশ করতে দেওয়া হয়নি । তিনি বলেন, জয়-পরাজয় আলাদা বিষয়, তবে আমি যে কোনও মূল্যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনে লড়তে চাই। আমি বিখ্যাত হওয়ার জন্য নির্বাচনে লড়ছি না, আমি এমনিতেই জনসাধারণের কাছে খুবই পরিচিত।

কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুত শ্যাম রঙ্গেলাকে সমর্থন করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে প্রধানমন্ত্রী মোদি সহ সকলের মনোনয়ন জমা দেওয়ার অধিকার রয়েছে। রাজপুত দাবি করেন, প্রশাসন রঙ্গিলাকে প্রয়োজনীয় মনোনয়নপত্র দিচ্ছে না। প্রধানমন্ত্রী মোদি সহ সকলেই মনোনয়ন দাখিল করার জন্য স্বাধীন। তবে, অন্য লোকদের নির্বাচনী এলাকা থেকে তাদের মনোনয়ন জমা দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। বারাণসী থেকে মনোনয়ন দাখিল করতে ইচ্ছুক একজন ইউটিউবার (শ্যাম) রঙ্গেলা মনোনয়নপত্র পাচ্ছেন না।শ্যামের আরও দাবি, প্রথমবার তিনি মনোনয়ন জমা দিতে গেলে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। পরে সব নিয়মমাফিক করার পরেও তাঁর মনোনয়ন পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।





spot_img

Related articles

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ ছেলে...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...