Saturday, November 15, 2025

অডিও ক্লিপে দেব-কে কোণঠাসা করার চেষ্টা, ‘পদক্ষেপে’র দাবি অভিনেতা সাংসদের

Date:

বিজেপির টার্গেটে এবার দেব। ঘাটালে কোনওভাবেই পায়ের তলার মাটি খুঁজে না পেয়ে ‘এডিটিং’ করা কল রেকর্ডের অডিও প্রকাশ করে প্রচারের আলোয় আসার চেষ্টা প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী হিরণের। তৃণমূলের অডিও-রাজনীতির পাল্টা বলে বিজেপি নেতৃত্ব দাবিও করছে এই ভাইরাল অডিও ঘিরে। যদিও গোটা অডিও অনেক কল রেকর্ডিংয়ের অংশ জুড়ে বানানো একটি অডিও বলেই দাবি করলেন তৃণমূল প্রার্থী দেব। বিজেপির কালিমালিপ্ত করে উপরে ওঠার রাজনীতি নতুন নয়। তবে গোটা বিষয়টাতে দেব নিজেই সামলে নিতে পারবেন বলে আত্মবিশ্বাসী তৃণমূল নেতৃত্বও।

বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় দাবি করেন, এক মহিলা তৃণমূল কর্মীকে চাকরির জন্য টাকা দিয়েছিলেন। চাকরি না পেয়ে সেই টাকা ফেরতের দাবি জানান তিনি অভিনেতা সাংসদ দেবের কাছে। সেই ফোন কলের রেকর্ডিং তাঁর হাতে এসে পৌঁছায়। সংবাদ মাধ্যমের কাছে সেই রেকর্ডিং তুলে দিতেই চাঞ্চল্য ছড়ায়। হিরণ এই বিষয় নিয়ে সিবিআই তদন্ত করারও হুঁশিয়ারি দেন তিনি। তবে এই অডিও ক্লিপকে একেবারেই আমল দিতে নারাজ তৃণমূল। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা দাবি করেন, “ভারতীয় জনতা পার্টি, কেন্দ্র সরকার দশ বছর কী কাজ করেছে তা নিয়ে যখন কিছু বলার থাকে না তখন তাঁরা এই পথগুলে খোঁজে। এই অভিযোগগুলো তাঁরা নিজেরাই প্রমাণ করতে পারে না। এই একটা অভিযোগ দিয়ে দিই। এর মধ্যেই নির্বাচনের দিন চলে আসবে।”

সেই সঙ্গে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের অভিযোগের জবাব দেব নিজেই দিতে সক্ষম বলে তাঁর প্রতি আত্মবিশ্বাসী বলেও দাবি তৃণমূলের। মন্ত্রী শশী পাঁজা বলেন, “ভারতীয় জনতা পার্টির যিনি ঘাটালের প্রার্থী তিনি যদি মিথ্যা কথা, অসত্য কথাকে রাজনীতি মনে করেন, দেব বলবেন সেটা। দেব ভালোভাবে জবাব দেবে।”

নির্বাচনী প্রচারের মাঝে তাঁর নামে অডিও ভাইরাল করে যে ফায়দা তোলার চেষ্টা করেছেন বিজেপি প্রার্থী হিরণ তার পাল্টা জবাব দিতে ছাড়েননি অভিনেতা দেবও। আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “বিরোধী দলের যে প্রতিদ্বন্দ্বী আছে যে শেষ দুবছর ধরে যেভাবে অভিযোগ করে যাচ্ছে, যেভাবে এক একটা কল রেকর্ড বের করে যাচ্ছে তাতে আমার মনে হয় না কোনও লাভ হবে। যদি মিথ্যে অভিযোগ দিয়ে করা হয়, সবটাই যদি এডিটিং করে করা হয়, কারণ অনেকগুলো কল তার মধ্যে এডিটং করা হয়েছে। ভয়েসগুলো চেঞ্জ করা হয়েছে। মহিলাদের ভয়েস লাগানো হয়েছে। এরকম অনেক কিছু আছে। সেটা যদি হয় তাহলে সেটা নিয়ে আমরা পদক্ষেপ নেব।”

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version