বিদেশে বুলেট ট্রেন পাঠাবে ভারত! রেলমন্ত্রীর মিথ্যার পর্দাফাঁস তৃণমূলের

"মুম্বাই, যেখানে তিনি এই অর্থহীন মন্তব্যটি করেছেন, মানুষ ভিড়ে ঠাসা লোকাল ট্রেনের দরজায় ঝোলে এবং দৈনন্দিন যাত্রার জন্য এই ঝুঁকি নিয়ে চলেন।

গাল ভরা প্রত্যাশায় দেশের মানুষকে দশ বছর আগে বুলেট ট্রেনের স্বপ্ন দেখিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। দশ বছর পরে এখনও ভারতের মানুষ স্বপ্নে দেখেন বুলেট ট্রেন। সেই বুলেট ট্রেন নিয়ে নতুন ধাপ্পা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। তাঁর দাবি আগামীদিনে বিদেশে বুলেট ট্রেন সরবরাহ করবে ভারত। রেলমন্ত্রীর এই বক্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে। তৃণমূল সাংসদ সাকেত গোখলে পাল্টা দাবি করেন যে দেশে এখনও বুলেট ট্রেন তৈরির একটি কারখানাও নেই, সেই দেশের বুলেট ট্রেন রপ্তানির প্রসঙ্গ নির্বাচনের সময় মানুষকে ‘বোকা বানানো’ বলে দাবি করেন।

মহারাষ্ট্রে ‘বিকশিত ভারত বিকশিত মুম্বাই’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেন “ভবিষ্যতে ভারত থেকে বুলেট ট্রেন রপ্তানি করা হবে”। এরপরই পাল্টা তৃণমূল রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে দাবি করেন, “ভারতের একটিও বুলেট ট্রেনের কারখানা বা একটিও চলতি বুলেট ট্রেনের রুট নেই। মার্চ মাসেই মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছে জাপান থেকে টোয়েন্টি ফোর ই ফাইভ শিংকানসেন বুলেট ট্রেন কেনার। দাম কত? ৮০০০কোটি টাকা।”

তথ্য পেশ করে কেন্দ্রীয় রেলমন্ত্রীর মিথ্যার পর্দাফাঁস করেন তৃণমূল সাংসদ। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেন, “মুম্বাই, যেখানে তিনি এই অর্থহীন মন্তব্যটি করেছেন, মানুষ ভিড়ে ঠাসা লোকাল ট্রেনের দরজায় ঝোলে এবং দৈনন্দিন যাত্রার জন্য এই ঝুঁকি নিয়ে চলেন। বুলেট ট্রেনের কথা বাদই দিন – মোদি সরকার রেলকে নামিয়ে এনেছেন – যেটা একসময় ভারতের গৌরব ছিল – নিতান্ত এক দুঃস্বপ্নে।”