জন্মের আগেই প্রকাশ্যে রণবীর- দীপিকার সন্তানের ছবি!

ফেব্রুয়ারি মাসেই সুখবর শুনিয়েছিলেন তারকা দম্পতি। স্যোশাল মিডিয়ায় জানিয়েছিলেন আগামী সেপ্টেম্বরে তাঁদের ঘরে আসছে নতুন মানুষ।

দুই থেকে তিন হতে চলার খবর সকলকে জানাতেই সমাজমাধ্যমের (Social media) চর্চায় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন(Ranveer Singh and Deepika Padukone)। কখনও বেবিমুনের ছবি ভাইরাল তো কখনও আবার বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দিচ্ছে। তবে এবার প্রকাশ্যে এল দম্পতির হবু সন্তানের ‘সোনোগ্রামের ছবি’ যা নিয়ে চর্চায় রীতিমতো উত্তাল নেটপাড়া।

ফেব্রুয়ারি মাসেই সুখবর শুনিয়েছিলেন তারকা দম্পতি। স্যোশাল মিডিয়ায় জানিয়েছিলেন আগামী সেপ্টেম্বরে তাঁদের ঘরে আসছে নতুন মানুষ। এবার সেই নেট দুনিয়াতেই ঘোরাফেরা করছে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে পিঠোপিঠি এক যুগলকে মা (Mom) এবং বাবা (Dad) লেখা টুপি পরে একে অন্যকে জড়িয়ে ধরে আছেন। আর সেই মহিলার হাতে সোনোগ্রামের ছবি। রণবীর-দীপিকা তাঁদের সমাজমাধ্যমের অ্যাকাউন্টে এ রকম কোনও ছবি পোস্ট করেননি বটে কিন্তু গালে টোল পড়া মহিলাটির হাসির যেটুকু ঝলক মিলেছে, তা দেখে অনেকে দীপিকার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। তারপর থেকেই সমাজমাধ্যমে এই যুগলকে রণবীর-দীপিকা (Ranveer Singh and Deepika Padukone) বলে দাবি করেছেন অনেকেই।

পরে অবশ্য জানা গেছে এটি নকল ছবি। নায়ক বা নায়িকা কেউই এরকম কোনও ছবি পোস্ট করেননি। তাহলে কি ডিপফেকের শিকার! আসলে হালিমে কাক নামে তুরস্কের এক জন মডেল-কন্যা ১৩ মে তাঁর মাতৃত্বকালীন অবস্থার কথা ঘোষণা করেন। সেই ছবিকেই রণবীর-দীপিকার ছবি বলে প্রচার করা হয়েছে।