Thursday, July 3, 2025

ষষ্ঠ দফায় নির্বাচনে আগে মেদিনীপুরের মাটি থেকে বিরোধীদের ধুয়ে মুছে সাফ করার দায়িত্ব নিজে হাতে সেরে ফেললেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের মাটি থেকে বিজেপিকে মুছে ফেলতে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে মেগা রোড শো করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা-ম্যাজিকে ভাসল মেদিনীপুরের রেল শহর।

শুক্রবার মেদিনীপুরের খড়গপুরে রোড শো করেন তৃণমূল নেত্রী। খড়গপুর কলেজ মাঠ থেকে বিএনআর মাঠ পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রোড শো করেন মমতা। তাঁর পাশে পাশে তাঁকে অনুসরণ করেন প্রার্থী জুন মালিয়া। সেই সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া।

প্রবল গরমকে উপেক্ষা করে অগণিত জনতা অনুসরণ করেন তৃণমূল সভানেত্রীকে। মেদিনীপুরের সংস্কৃতিকে তুলে ধরে হিন্দু, মুসলিম, শিখ, খ্রীষ্টান বিভিন্ন ধর্ম ও ভাষাভাষির মানুষ পায়ে পায়ে এগিয়ে চলেন মমতার সঙ্গে। পদযাত্রা যত এগিয়ে চলে তত আরও মানুষ এসে যোগ দিতে থাকেন হাঁটা পথে। খড়গপুরের প্রতিটি মোড় থেকে উৎসাহী মানুষ একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য উদ্বেল হয় ওঠে। তৃণমূল নেত্রীও সকলের অভিবাদন গ্রহণ করেন। আবার কখনও এগিয়ে গিয়ে মানুষের সঙ্গে হাত মেলান। কোথাও ছোট শিশুকে দেখে কোলে তুলে নেন।

মমতার রোড শো ঘিরে খড়গপুর শহরে ছিল কড়া নিরাপত্তা। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার নিজে মিছিলের সামনে থেকে নিরাপত্তা ও জন সমাগম সামলানোর কাজ করেন। একে মমতা বন্দ্যোপাধ্যায়, তার উপর প্রার্থী তথা অভিনেত্রী জুন মালিয়াকে দেখার জন্য গোটা রোড-শো চলাকালীন রাস্তার দুধারে উপচে পড়ে ভিড়। যে ভিড় দেখে মেদিনীপুর থেকে এবার বিজেপি বিদায় নিয়ে তৃণমূলের আশা করার যথেষ্ট কারণ রয়েছে।

Related articles

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...

আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

আন্তর্জাতিক বাজারে ব্ল্যাক বেঙ্গল গোট (Black Bengal Goat)-এর স্বাদ ও গুণমানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল...
Exit mobile version