Wednesday, August 20, 2025

লোকসভা নির্বাচনের প্রচারে জঙ্গলমহলের জনসভা থেকে সারনা ধর্ম নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের (Kalipada Soren) সমর্থনে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের গজাশিমূল নবজোয়ার ময়দানে তৃণমূল সুপ্রিমোর সভায় তিল ধারণের জায়গা ছিলনা। জঙ্গলমহলে গিয়ে সেখানকার শিক্ষার প্রসার নিয়ে কথা বলেন মমতা। জানান, ‘আগে পড়াশোনায় পিছিয়ে ছিল জঙ্গলমহল। আজ এখানে ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, বড় বড় অফিসার হচ্ছে। এটা আমার গর্ব। সাঁওতালি ভাষাকে কেউ গুরুত্ব দিত না। আমরা এসে প্রথম এই ভাষাকে গুরুত্ব দিই।’ এরপরই তিনি সারনা ধর্ম নিয়ে কাজ করার কথা বলেন। মমতা জানান বারবার আবেদন করা সত্ত্বেও কেন্দ্র এই নিয়ে কোনও পদক্ষেপ করেনি। দিল্লিতে INDIA জোট ক্ষমতায় এলেই এই নিয়ে কাজ করা হবে বলে প্রতিশ্রুতি দেন সভানেত্রী।

শুক্রবার সভা থেকে সিএএ- নিয়ে ফের তোপ দাগেন মমতা (Mamata Banerjee)। বলেন, এটা ভাঁওতা ছাড়া কিছুই নয়। যেভাবে সংবাদমাধ্যমের একাংশকে ব্যবহার করে ভুয়ো বিজ্ঞাপন দিয়ে বিজেপি (BJP)বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছে সেই কথা জানিয়ে মমতা বলেন আসলে বিজেপি নেতারা শুধু ভাষণ দেন, কাজের কাজ কিচ্ছু করেন না। এই দল ভোটে জিতলে সবার ধর্ম বিক্রি করে দেবে বলেও আশঙ্কা প্রকাশ করেন মমতা। তাঁর কথায়, দেশটাকে বিক্রি করে দিচ্ছে এই মোদি- শাহরা। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, “যদি এনআরসি, সিএএ না চান, বিজেপিকে ভোট দেবেন না। বিজেপির মতো এত বড় চোর, ডাকাত কোথাও নেই। বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। দিল্লিতে INDIA জোট ক্ষমতায় এলে এনআরসি, সিএএ, ইউনিফর্ম সিভিল কোড আমরা বাতিল করব। বাংলায় সিপিএম কংগ্রেসের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। দিল্লিতে আছে।” এদিন বিজেপির গ্যারান্টিকে ফোর টোয়েন্টি বলে কটাক্ষও করেন মমতা। গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি বাম আমলের হিংসার কথা মনে করিয়ে তিনি বলেন সিপিএমকে একটিও ভোট নয়। তাদের ভোট দিলে জঙ্গলমহল আবার কাঁদবে। আর সেই অতীত যেন না ফেরে। এদিন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুকেও একহাত নেন মমতা। সভা থেকে নাম না করেই বলেন, প্রার্থী পেশায় সরকারি চিকিৎসক। সেই চাকরিতে ইস্তফা দিয়ে বিজেপির টিকিটে ভোটে লড়ছেন । গোপীবল্লভপুরে জনসভা করতে গিয়ে তাঁকে কটাক্ষ করে মমতা বলেন, তিনি চাইলেই বিজেপি প্রার্থীর ছাড়পত্র আটকে দিতে পারতেন। কিন্তু তাঁর লোভের কথা এখন সবাই জানতে পেরেছে। একজন ডাক্তার যদি ভোটে লড়াই করেন তাহলে তিনি সাধারণ মানুষকে মেডিক্যাল পরিষেবা দেবেন কী করে, প্রশ্ন তোলেন মমতা।

লোকসভা নির্বাচনের প্রচারে প্রায় প্রতি দিনই রাজ্যের বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার প্রায় আধ ঘণ্টা মঞ্চে বক্তব্য রাখেন সুপ্রিমো। বেশিরভাগ সময়ই দেখা যায় স্বভাবোচিত ভঙ্গিমায় মঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাঁটতে হাঁটতে সভা করেন। একদম শেষ মুহূর্তে তাঁর চপ্পলটি ছিঁড়ে যায়। মঞ্চে উপস্থিত বাকিরা সেই নিয়ে ব্যস্ত হয়ে পড়লেও নতুন চপ্পল আনাতে চাননি মমতা। সেফটিপিন আটকে ফের বীরবাহা হাঁসদা সহ বাকিদের নিয়ে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে অংশ নেন তিনি।


 

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version