Tuesday, November 4, 2025

স্বস্তিতে বলিউড, শাহরুখ-অমিতাভের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ!

Date:

সুপারস্টার বলেই কি পক্ষপাতিত্ব? তা না হলে কেনই বা গুটখা কিংবা পানমশলার বিজ্ঞাপনে শাহরুখ খান (Shahrukh Khan), অজয় দেবগণ (Ajay Devgan),অক্ষয় কুমার (Akshyay Kumar),অমিতাভ বচ্চন (Amitabh Bachchan),টাইগার শ্রফ থেকে সুনীল গাভাসকর (Sunil Gavaskar),কপিলদেব (Kapil Dev),বীরেন্দ্র শেহবাগদের অভিনয় সত্ত্বেও তাঁদের বিরুদ্ধে মামলা হলে তাতে কিছুটা সাবধানী রায় দিতে দেখা যায় আদালতকে! বম্বে হাইকোর্টের (Bombay High Court)সাম্প্রতিক রায়ে ঠিক যেন এই প্রশ্নই উঁকি দিচ্ছে। জনপ্রিয় তারকা হয়েও কেন গুটখা বা তামাকজাত দ্রব্যের প্রচার করবেন – এই মর্মে শাহরুখ – অমিতাভের বিরুদ্ধে মামলা শুরুর আগেই আদালত সেই সম্ভাবনা খারিজ করে দিল। বম্বে হাইকোর্ট স্পষ্ট জানালো, চাইলেই সুপারস্টারদের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না।

তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনী ভিডিওতে তারকামুখ দেখে অনুরাগীদের অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। এর আগে এলাহাবাদ কোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলা হয় অক্ষয়, অজয়, শাহরুখদের বিরুদ্ধে। যথেষ্ট বিপাকে পড়তে হয় তারকাদের। তবে বম্বে হাইকোর্ট এবার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার , সুনীল গাভাসকরদের বিরুদ্ধে ফৌজদারি মামলার আবেদন খারিজ করে দিয়েছে বলে জানা যাচ্ছে। তাহলে কি তারকা বলেই বাড়তি সুবিধা? আদালত বলছে তা নয়, আসলে ঠিকভাবে পিটিশন করা হয়নি। বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি আরিফ এস ডক্টরের বেঞ্চের তরফে জানানো হয়েছে, যিনি পিটিশন করেছেন তিনি ভাল করে রিসার্চ বা পড়াশোনা না করেই আদালতের কাছে এসেছেন। এর সঙ্গে তারকা হওয়া বা না হওয়ার কোনও সম্পর্ক নেই। সাধারণ দুঃস্থ মানুষদের হয়ে বা সমাজের উন্নতির জন্য কোনও মামলা দায়ের করতে চাইলে অবশ্যই আদালত সেটা শুনবে। কিন্তু ভুল পিটিশনে আর আমল দেবে না কোর্ট। তাই মামলা খারিজ করে দেওয়া হয়েছে।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version