Tuesday, November 11, 2025

দেশে প্রথমবার সংবিধান বদল কে করেছিলেন? রাহুলকে মনে করালেন মোদি

Date:

‘‘বিজেপি (BJP) এবার লোকসভা ভোটে (Loksabha Election) জিতলেই ভারতের সংবিধানকে (Constitution) ধ্বংস করবে।’’ গত শুক্রবার যোগীরাজ্যের ঝাঁসিতে এই ভাষাতেই মোদি সরকারকে (Modi Govt) একহাত নিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী Rahul Gandhi)। রাহুল আরও বলেন, বাবাসাহেব আম্বেদকরের আদর্শকে মুছে দিয়ে সংবিধানে ‘সাম্প্রদায়িকতা ছোঁয়া’ আনতে ৪০০ আসনে জেতার কথা বলছেন মোদি। এবার রাহুলের মন্তব্যের পাল্টা দিলেন মোদি। ভারতীয় সংবিধান বদলের ইতিহাসের কথা তুলে ধরে গান্ধী-নেহরু পরিবারকেই ঘুরিয়ে নিশানা করলেন তিনি। মোদির স্পষ্ট অভিযোগ, , ‘দীর্ঘ চার প্রজন্ম ধরে সংবিধানকে ধ্বংস করেছে নেহরু-গান্ধী পরিবার।

উত্তরপ্রদেশে নির্বাচনী সভায় গিয়ে রাহুলের অভিযোগ, বিজেপি এবার লোকসভা ভোটে জিতলেই ভারতের সংবিধানকে ধ্বংস করবে। তবে সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে মোদি পাল্টা অভিযোগ তুলে বলেন, দেশে প্রথম বার সংবিধান বদল করেছিলেন কে? তিনি জওহরলাল নেহরু। বাকস্বাধীনতার উপর রাশ টানতেই প্রথমবার সংবিধান সংশোধন করা হয়েছিল। ইন্দিরা গান্ধী আদালতের রায়কে পাল্টে দিয়ে জরুরি অবস্থা জারি করেছিলেন বলেও এদিন অভিযোগ করেন মোদি। তাঁর আরও সংযোজন, রাহুলের বাবা রাজীব গান্ধী কী করেছিলেন? শাহবানো মামলায় সুপ্রিম কোর্টের রায় এড়ানোর জন্য সংবিধান সংশোধনের বিল পাশ করিয়েছিলেন।

তবে এদিন এখানেই থামেননি মোদি। ২০১৩ সালে রাহুল গান্ধী কংগ্রেস নেতৃত্বাধীন সরকারেরই অর্ডিন্যান্স ছিঁড়ে ফেলার কথা প্রকাশ্যে বলেছিলেন, সে কথাও এদিন মনে করিয়ে দিতে ভোলেননি মোদি। তবে রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের প্রচারে বিনা যুদ্ধে একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ মোদি-রাহুল। এবার সংবিধান পরিবর্তনের কথা বলতেই পাল্টা রাহুলকে ধুয়ে দিলেন মোদি।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version