Friday, November 14, 2025

টি-২০ ব্যাটিং-এ শীর্ষে SKY, অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে হার্দিক

Date:

চলতি আইপিএল-এ দল ব্যর্থ হলেও আইসিসি টি-২০ ব্যাটারদের র‍্যাঙ্কিং-এ শীর্ষে থাকলেন মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব। এদিন সদ্য প্রকাশিত আইসিসি টি-২০ ব্যাটারদের র‍্যাঙ্কিং-এ শীর্ষে SKY। ষষ্ঠ স্থানে রয়েছেন যশস্বী জসওয়াল। প্রথম দশে নেই আর কোন ভারতীয় ব্যাটার।

এদিন আইসিসি যে নতুন তালিকা প্রকাশ করেছে, তাতে ব্যাটারদের মধ্যে শীর্ষে সূর্য। তাঁর রেটিং পয়েন্ট ৮৬১। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট। তাঁর রেটিং পয়েন্ট ৮০২। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েও ভাল খেলেছেন তিনি। তিন নম্বরে রয়েছেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। চার নম্বরে পাকিস্তানেরই বাবর আজম। তাঁদের রেটিং যথাক্রমে ৭৮১ ও ৭৬১। পাঁচ নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম। তাঁর রেটিং পয়েন্ট ৭৫৫। ৭১৪ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন ভারতের বাঁহাতি ওপেনার যশস্বী জসওয়াল। একাদশ স্থানে রুতুরাজ গায়কোয়াড।

বোলারদের তালিকায় শীর্ষে ইংল্যান্ডের আদিল রশিদ। তাঁর রেটিং ৭২৬। দ্বিতীয় স্থানে হাসরঙ্গ। তাঁর রেটিং ৬৮৭।তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন ৬৬৪ রেটিং নিয়ে তিন নম্বরে রয়েছেন। ভারতের দু’জন ক্রিকেটার রয়েছে এই তালিকায়। চার নম্বরে রয়েছেন অক্ষর প্যাটেল। তাঁর রেটিং পয়েন্ট ৬৬০। ষষ্ঠ স্থানে রয়েছেন রবি বিষ্ণোই। তাঁর রেটিং ৬৫৯। অপরদিকে টি-২০ অলরাউন্ডারদের র‍্যাঙ্কিং-এ শীর্ষেই রয়েছে শাকিব আল হাসান। তাঁর রেটিং ২২৮। কিন্তু এখন আর একক ভাবে শীর্ষে নেই তিনি। তাকে ছুঁয়ে ফেলেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গ। তাঁর রেটিংও ২২৮। তিন নম্বরে রয়েছেন মহম্মদ নবি। আফগান ক্রিকেটারের রেটিং ২১৮। এই তালিকায় ভারতের একমাত্র ক্রিকেটার রয়েছেন হার্দিক পান্ডিয়া। ১৮৫ রেটিং নিয়ে সাত নম্বরে রয়েছেন তিনি।

আরও পড়ুন- কেন হার্দিককে নেওয়া হল টি-২০ দলে ? মুখ খুললেন বোর্ড সচিব




Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version