Thursday, August 21, 2025

ওয়াংখেড়েতে সুপারহিট হিটম্যান(Rohit Sharma) শো। তাতেই বাজিমাত মুম্বই ইন্ডিয়ান্সের(MI)। ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৯ উইকেটে জিতল মুম্বইয়ের ইন্ডিয়ান্সরা। আইপিএলের শুরু থেকে রান পাচ্ছিলেন না রোহিত শর্মা(Rohit Sharma)। সমালোচনা চলছিল। তাঁকে ইমপ্যাক্ট ক্রিকেটার করে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ে থেকেই সমস্ত জবাবটা দিলেন হিটম্যান। তাঁর ব্যাট যেদিন চলবে, সেদিন যে কোনও বোলারের পক্ষেই এঁটে ওঠা সম্ভব নয় তা আরও একবার বুঝিয়ে দিলেন রোহিত শর্মা। ৪৫ বলে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচের নায়ক যে তিনি তা বলার অপেক্ষা রাখে না।

ধোনির(MS Dhoni) চেন্নাইয়ের(CSK) ১৭৬ রান তাড়া করতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেখানে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন রোহিত শর্মা। ২৬ বল বাকি থাকতেই ম্যাচ শেষ করে দেন রোহিত শর্মা। আর তাতেই খানিকটা স্বস্তিতে মুম্বই ইন্ডিয়ান্স শিবির।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স(MI)। শুরু থেকেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল চেন্নাই। কিন্তু সেই জায়গায় রবীন্দ্র জাদেজা এবং শিবম দুবের পার্টনারশিপটাই চেন্নাইকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। জদেজা করেন ৫৩ রান এবং শিবম দুবে করেন ৫০ রান। চেন্নাই সুপার কিংস থামে ১৭৬ রানে।

জবাবে ব্যাট থেকে শুরু থেকেই ওয়াংখেড়েতে শুরু রোহিত ঝড়।  তিনি একাই কার্যত এদিন চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিলেন। তাঁর ৭৬ রানের ইনিংলসটি সাজানো রয়েছে ৪টি চার ও ৬টি ছয় দিয়ে। ১৫.৪ বলেই ম্যাচ শেষ করে দেন হিটম্যান।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version