গতকালই অবসরের কথা জানিয়েছিলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। ৬ জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতর বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবলে শেষবার দেশের জার্সি গায়ে দেখা যাবে ভারত অধিনায়ককে। তবে তারআগে ফের একবার নিজের অবসর নিয়ে মুখ খুললেন সুনীল। জানালেন কেন অবসর নিচ্ছেন তিনি।
এই নিয়ে সুনীল ছেত্রী বলেন, “ অবসরের সিদ্ধান্ত পুরোটাই শারীরিক নয়। আমি এখনও দারুণ ফিট। দৌড়তে পারি, ধাওয়া করতে পারি, রক্ষণে নেমে দলকে সাহায্য করতে পারি, কঠিন পরিশ্রম সমস্যা নয়। অবসরের সিদ্ধান্তের পিছনে রয়েছে মানসিক কারণ। নিজের সঙ্গে লড়ছিলাম। সামগ্রিকভাবে ভাবনাচিন্তার চেষ্টা করছিলাম। অবসরের সিদ্ধান্তটা সহজাতভাবেই নিয়েছি। এরপর একবছর বেঙ্গালুরু এফসিতে খেলব। ঘরোয়া ফুটবল আর কতদিন খেলব, সেটাই এখনও জানি না। এবার আমি ছুটি নিতে চাই।”
৬ তারিখ অবসর । ৭ তারিখ থেকে কীভাবে কাটবে দিন? এই নিয়ে সুনীল বলেন, “আগের দিন ম্যাচ খেলার পর ওই দিন রিকভারি। হয়তো সে দিন খুব কাঁদব। তার পরের দিন থেকে পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। জুলাই থেকে বেঙ্গালুরুর সঙ্গে প্রাক্-মরসুম প্রস্তুতি শুরু হবে।”
আরও পড়ুন- প্রেমের প্রস্তাব রিঙ্কুর, ভিডিও ফাঁস সতীর্থের