Sunday, August 24, 2025

ডিরেক্ট পলিটিক্স করছেন কয়েকজন মহারাজ! ভারত সেবাশ্রম-রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে ক্ষুব্ধ মমতা

Date:

সাধুর বেশ ধরেও ভারত সেবা সংঘ ও রামকৃষ্ণ মিশনের অনেক মহারাজ সরাসরি রাজনীতি করছেন। শনিবার, গোঘাটে আরামবাগের দলীয় প্রার্থী মিতালি বাগের (Mitali Bag) নির্বাচনী প্রচার সভা থেকে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা দাবি করেন, মায়ের মন্দির যেখানে যেখানে আছে, তারা খুব ভালো কাজ করেন। কিন্তু কেউ-কেউ সেটা করে না। ভারত সেবা সংঘের যে মহারাজের কথা বলছেন, তিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলেছিলেন।

এদিনের সভা থেকে সরাসরি ভারত সেবা সংঘের মহারাজকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আসানসোল রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধেও ক্ষোভপ্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “সব সাধু তো সমান হয় না। সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন। আমি শুনেছি অনেকদিন ধরে – কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার একটা শ্রদ্ধার তালিকায় তারা দীর্ঘদিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে যে আমি তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না, সেই লোকটাকে আমি সাধু মনে করি না। তার কারণ তিনি ডিরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন।“

এরপরেই তৃণমূল সভানেত্রী জানান, “আমি চিহ্নিত করেছি, কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কী হেল্প করিনি? সিপিআইএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে তখন আমি পুরো সমর্থন করেছিলাম। মা-বোনেরা আসত। তরকারি কেটে দিত। সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে।“

মমতা অভিযোগ, “দিল্লি থেকে নির্দেশ আসে। বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বল। কেন করবেন সাধু-সন্তরা এ কাজ? রামকৃষ্ণ মিশনকে সবাই শ্রদ্ধা করে, সম্মান করে। ওদের কাছে একটা হোয়্যাটসঅ্যাপ গ্রুপ আছে। ওদের যাঁরা সদস্য হন, যাঁরা দীক্ষা নেন, তাঁদেরকে আমি ভালবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি। কিন্তু রামকৃষ্ণ মিশন কোনওদিন ভোট দেয় না, এটা আমি জানি। তাহলে কেন আমি অন্যকে ভোট দিতে বলব? কেউ-কেউ নিয়ম লঙ্ঘন করছে। সবাই নয়।“ ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো।






Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version