Wednesday, August 27, 2025

বিজেপির প্রচার জালিয়াতি হাস্যকর, সিঙ্গাপুর মেট্রোর ছবি ব্যবহারে মোদিকে কটাক্ষ কুণালের

Date:

কাজের কাজ কিছু নেই শুধুই বিজ্ঞাপনী চমক দিয়ে মানুষের মন ঘোরাবার চেষ্টা। উন্নয়নের খতিয়ান দেখাতে না পেরে অন্যদেশের উন্নয়নের ছবি ব্যবহার একেবারে ‘ হাস্যকর প্রচার’। এভাবেই মোদি সরকারকে কটাক্ষ করলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। সম্প্রতি, বঙ্গ বিজেপির পক্ষ থেকে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। সেখানে দাবি করা হয়, গত ১০ বছরে নরেন্দ্র মোদি দেশের ২০টিরও বেশি শহরে মেট্রো রেল পরিষেবা চালু করেছেন। সেখানে যে ছবি ব্যবহার করা হয়েছে, সেটি আসলে সিঙ্গাপুরের মেট্রো রেলের ছবি! এদিন কুণাল বলেন, এর আগে বাংলার উন্নয়নের ছবি ব্যবহার করে বিজেপিকে নিজেদের বলে চালাতে দেখা গেছে। মা ফ্লাইওভারের (Maa Flyover)ছবি ব্যবহারের প্রসঙ্গ তুলে ধরে কুণাল বলেন, ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কোনও কাজ করেনি। তাই মেট্রোর উন্নতির প্রচার করতে সিঙ্গাপুরের মেট্রোর ছবি দিয়ে কাজ চালাতে হচ্ছে। ভারতীয় জুমলা পার্টির এই প্রচার জালিয়াতিকে হাস্যকর বলে কটাক্ষও করেন তিনি। আসলে বিজেপি বুঝতে পারছে যে তারা হারতে চলেছে তাই সব হিসেবেই গরমিল হয়ে যাচ্ছে।

এদিন অধীরকে নিয়ে কংগ্রেসের বার্তা বিলম্বিত বোধোদয় বলে জানান কুণাল ঘোষ। পাশাপাশি তিনি বলেন দিল্লির কংগ্রেস নেতারা আগে কেন এই নিয়ে মুখ খোলেননি? বাংলায় এককভাবেই তৃণমূল কংগ্রেস লড়ছে এবং বিজেপি হারবে। তাঁর কথায়, বিজেপি একা মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলা করতে পারে না বলে কংগ্রেস আর সিপিএমকে ভোট কাটুয়া হিসেবে ব্যবহার করেছে। বাংলার মানুষের কাছে এই ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। পাশাপাশি সিপিএমের লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতা প্রসঙ্গে তিনি বলেন যে যদি CPIM মনে করে যে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের অধিকার, তাহলে লাল জমানায় জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যরা এই কাজ করেননি কেন? যেহেতু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্ক প্রসূত তাই বিরোধিতা করতে হবে, এটা যুক্তি হতে পারে না। এদিন বিজেপির এজেন্সি রাজনীতিকে একহাত নিয়ে কুণাল বলেন যেভাবে ভোটের সময় পুরনো কেস খুঁজে তৃণমূল নেতাদের হেনস্থা করা হচ্ছে তৃণমূল তার তীব্র নিন্দা করছে।


 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version