Sunday, November 9, 2025

কোটি কোটি টাকার সম্পত্তি বাড়ল কীভাবে, নাম না করে সৌমিত্রকে নিশানা মমতার

Date:

‘অগাধ’ সম্পত্তির হিসাব পেশ করে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের ভাজপা ওয়াশিং মেশিনে পরিষ্কার হওয়ার পর্দাফাঁস করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচার মঞ্চ থেকে তাঁর প্রাক্তন স্ত্রীকে মাইক দিয়ে ছয় কোটির মালিক বিজেপি সাংসদের বর্তমান চরিত্র তুলে ধরলেন মমতা। একদিকে বিজেপি প্রার্থী তথা বিজেপির একবারের সাংসদের চরিত্র নিয়ে কটাক্ষ করা, অন্যদিকে বিজেপির ছত্রছায়ায় তাঁর আর্থিকভাবে ফুলেফেঁপে ওঠাকেই নির্বাচনী প্রচারে হাতিয়ার করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সৌমিত্র খাঁয়ের প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি সাংসদ কতটা নিম্নরুচির পরিচয় দেয়, সেই উদাহরণ পেশ করেন মমতা। তিনি বলেন, “আপনারা বলুন কী লাভ ওই ছেলেটাকে ভোট দিয়ে। আমি ওর নাম বলতে চাই না। সুজাতা কী করে বিয়ে করেছিল ভগবান জানেন।” মঞ্চ থেকে মমতা স্পষ্ট করে বলেন যে তিনি সৌমিত্র খাঁয়ের নামও মুখে আনতে চান না।

তবে বিজেপির আর্থিক দুর্নীতিকে কটাক্ষ করতে গিয়ে উদাহরণ হিসাবেই সৌমিত্রর নাম তুলে ধরেন তিনি। রাজ্যকে বঞ্চিত করে রাখা বিজেপির প্রার্থীদের সম্পত্তির উদাহরণ তুলে ধরতে গিয়ে তিনি বলেন, “সবসে বড়া চোর ভাজপা, আপকা ওয়াশিং মেশিন হ্যায়। যতগুলো প্রার্থী দাঁড়িয়েছে টাকা কম? যেটা দাঁড়িয়েছে তার কটা বাড়ি? যেটা দাঁড়িয়েছে তার কটা বাড়ি।” এরপরই বিজেপি সাংসদের প্রাক্তন স্ত্রী, বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল উঠে দাঁড়িয়ে বলেন তাঁর ছয়টি বাড়ি। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রশ্ন করেন আগে কটি বাড়ি ছিল।

তার উত্তরে সুজাতা বিস্তারিত তথ্য পেশ করেন। তিনি বলেন, “আগে দুকামরার একটা মাটির বাড়ি ছিল। সেটা স্টেট ব্যাঙ্কে বন্দক দেওয়া ছিল। সাংসদ হওয়ার পর অগাধ দুনম্বরি সম্পত্তি, হিসাব নেই। একাধিক বাড়ি, একাধিক গাড়ি। দুকোটি টাকার সম্প্রতি দুর্গাপুরের সিটি সেন্টারে একটা বাড়ি কিনেছে। বিষ্ণুপুরে বাঁকুড়ায় জমি আছে।”

সুজাতার তথ্য পেশের পরই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সৌমিত্র কীভাবে ভাজপা ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়েছেন সেই অভিযোগ তুলে দাবি করেন, “আমি শুধু বলব অগাধ। তাকে না কি জেতাতে হবে। জিতে কী করবে?” এরপরই সাংসদ হিসাবে সৌমিত্র খান নিজের লোকসভা কেন্দ্রের কোথাও যে কখনও পরিষেবা নিয়ে যায়নি, তা স্পষ্ট করে দেন মমতা। সাংসদ হয়ে কেন্দ্রের জন্য কোনও কাজ না করে কোটি কোটি টাকার সম্পত্তি কীভাবে বাড়ল, সেই প্রশ্ন তুলেই বিজেপির প্রার্থীদের দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ার প্রমাণ তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version