ধোনিদের বিরুদ্ধে নামার আগে সমালোচকদের ফের এক হাত নিলেন বিরাট

চলতি আইপিএল-এ দুরন্ত ফর্মে আছেন বিরাট কোহলি। কমলা টুপির দৌঁড়ে আছেন তিনি। তবে রান পেলেও তাঁর মন্থর ব্যাটিং নিয়ে উঠছে প্রশ্ন।

ফের সমালোচকদের একহাত নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। চলতি আইপিএল-এ আজ প্লে-অফের ম্যাচে নামছে আরসিবি। এই ম্যাচে ফ্যাফ ডুপ্লেসিদের সামনে চেন্নাই সুপার কিংস। তবে সেই ম্যাচে নামার আগে ফের একবার সমালোচকদের একহাত নিলেন তিনি। বলা ভালো একহাত নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করকে।

চলতি আইপিএল-এ দুরন্ত ফর্মে আছেন বিরাট কোহলি। কমলা টুপির দৌঁড়ে আছেন তিনি। তবে রান পেলেও তাঁর মন্থর ব্যাটিং নিয়ে উঠছে প্রশ্ন। সেই নিয়ে বারবার সমোলচিত হচ্ছেন তিনি। আর এই নিয়ে এবার মুখ খুললেন বিরাট। তিনি বলেন, “সব বিষয়ে প্রতিক্রিয়া আমি দিই না। মাঠে কী করতে পারি তা আমার জানা রয়েছে। আমার দক্ষতা নিয়ে কাউকে বলার কিছু নেই। ম্যাচ কীভাবে জিতব, তা নিয়ে কখনও কাউকে আমি প্রশ্ন করিনি। কারওর কাছে জিজ্ঞাসাও করিনি। অভিজ্ঞতা আমাকে অনেককিছু শিখিয়েছে। এগুলো হঠাৎ করে হয়নি। ধরুন একটা বা দুটো ম্যাচ আমি জিতিয়েছি, কিন্তু দাঁড়িয়ে থেকে যদি বারবার ম্যাচ জেতাই তাহলে সেটা বাই চান্স হয় না।“

এদিকে আজ হাড্ডাহাডি ম্যাচেব নামছে আরসিবি। সামনে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। যে জিতবে সেই পাবে প্লে-অফের টিকিট।

আরও পড়ুন- এ যেন গোদের উপর বিষফোঁড়া, শেষ ম্যাচেও শাস্তি পেলেন মুম্বই অধিনায়ক