Sunday, November 2, 2025

বরানগর উপনির্বাচন: প্রশংসা কুড়োচ্ছে ঘরের মেয়ে সায়ন্তিকার “সম্পূর্ণা” অঙ্গীকার

Date:

Share post:

চলতি লোকসভা ভোটে আগামী ১ জুন সপ্তম তথা শেষদফার নির্বাচন। ওইদিন বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। রাজ্যের ৪২টি লোকসভা আসনের পাশাপাশি বরানগর বিধানসভা উপনির্বাচনও নজর কাড়ছে। তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর এই আসনটি বিধায়ক শূন্য হয়।

বরাহনগরে উপনির্বাচন প্রকৃত অর্থেই নজরকাড়া কেন্দ্র। এবার ত্রিমুখী লড়াইয়ে জমে উঠেছে এই উপনির্বাচন। শাসক দল তৃণমূলের টিকিটে লড়ছেন তারকা প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রতীকে লড়ছেন টেলিভিশন বিতর্কে পরিচিত মুখ কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ এবং বামেদের প্রার্থী বর্ষীয়ান সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য।

নাম ঘোষণা হওয়ার পর থেকে বরানগর চোষে ফেলেছেন সায়ন্তিকা। প্রচারে দিনরাত এক করে ফেলছেন তৃণমূলের তারকা প্রার্থী। বরানগরবাসীর জন্য সায়ন্তিকা ‘অঙ্গীকার পত্র’ প্রকাশ করেছে। যা তাঁর নির্বাচনী ইস্তেহার। অঙ্গীকার পত্রে তৃণমূল প্রার্থীর প্রতিশ্রুতি, উপনির্বাচনে জিতে বরানগরে ‘সম্পূর্ণা’ নামে একটি প্রকল্প চালু করতে চান তিনি। যা একটি অভিনব উদ্যোগ। এলাকার প্রতিটি বালিকা বিদ্যালয় ও কো-এড স্কুলে বসানো হবে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন।

উন্নয়নের বার্তা নিয়ে প্রকাশিত সায়ন্তিকার ৬ দফা অঙ্গীকার পত্রে স্বচ্ছ-সবুজ বরানগর গড়ার ডাক দিয়েছেন। পরিশ্রুত পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতি, বিধায়ক সহায়ক কেন্দ্র, নবদিশা উৎকর্ষ কেন্দ্র তৈরির প্রতিশ্রুতি, বরানগর ড্রেনেজ মাস্টার প্ল্যান।

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ‘সম্পূর্ণা’ প্রকল্পের অঙ্গীকার। বরানগরের প্রতিটি কো-এড স্কুল ও গার্লস স্কুলে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসানো হবে। এছাড়াও এলাকায় ‘সম্পূর্ণা’ ক্লাব তৈরি হবে, যার মাধ্যমে লাইব্রেরি, স্মার্ট ক্লাসের সুবিধা পাবে ছাত্রছাত্রীরা।

আরও পড়ুন- আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি! রাজ্যজুড়ে আদ্রতাজনিত অস্বস্তির পূর্বাভাস আলিপুরের

 

spot_img

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...