Thursday, August 21, 2025

দিনের পর দিন হাসপাতালের বিল বেড়ে যাচ্ছিল কিন্তু রোগী সুস্থ হচ্ছে কই? টানা ৫০ দিন ধরে চিকিৎসা করার পরও সুস্থ হয়নি বাবা-ছেলে। শহরের এক বেসরকারি হাসপাতালের এই ঘটনার জের পৌঁছয় কলকাতা আদালতে (Calcutta High Court)। আদালত সূ্ত্রে জানা গেছে, শহরের তিনটি হাসপাতালে ঘুরেও সুস্থ হয়নি বাবা-ছেলে। দু’জনেই বিশেষ সংক্রমণে আক্রান্ত। এরপর গত ৩১ মার্চ বাইপাসের একটি হাসপাতালে তাঁদের ভর্তি করেন পরিজনেরা। চিকিৎসার বিল দাঁড়ায় প্রায় ২৪ লক্ষ টাকা! মাথায় হাত পরিবারের। তাঁদের তরফে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করা হয় যাতে পেশেন্ট ডিসচার্জ করে দেওয়া হয়, পরে তাঁরা বকেয়া মিটিয়ে দেবেন। এত বড় অ্যামাউন্ট জোগাড় করতে একটু সময় লাগবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে টাকা না দিলে রোগীকে ছাড়া যাবে না। এরপরই আদালতের দ্বারস্থ হয় পরিবার।

শুক্রবার এই মামলা উঠেছিল বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে। তিনি বলেন যেহেতু রোগীর পরিবার যেহেতু বিলের টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তাই এরপরেও রোগীকে আটকে রাখতে পারেনা হাসপাতাল। তারপর শুক্রবার রাতে পূর্ব যাদবপুর থানার পুলিশ ঐ হাসপাতাল থেকে রোগীকে বের করে নিয়ে আসে। যদিও হাসপাতাল সূত্রে খবর আদালতের সিদ্ধান্তে খুশি নয় কর্তৃপক্ষ। তাদের কোথায়, যদি এমন ঘটনা বারবার ঘটে তাহলে এই প্রবণতা বাড়বে। এব্যাপারে আইনি পদক্ষেপের পথে যেতে চাইছেন তারা।


 

Related articles

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...
Exit mobile version