আজ আরামবাগ-বিষ্ণপুরে প্রচার মমতার, নিজের লোকসভা কেন্দ্রে রোড শো অভিষেকের 

শনিবার জোড়া সভা করবেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তাঁর প্রথম সভাটি রয়েছে আরামবাগ (Arambag) লোকসভা কেন্দ্রে। এই আসনে বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারের বদলে প্রার্থী করা হয়েছে মিতালি বাগকে। এই আসনে বিজেপি প্রার্থী অরূপকান্তি দীগর। মমতার এর পরের সভা বিষ্ণপুর লোকসভায়। সেখানে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে প্রচার সারবেন মমতা। সুজাতার বিরুদ্ধে বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ।

অন্যদিকে, শনিবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে প্রচার সারবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিকেলে তিনি কপাটহাট থেকে একটি রোড-শো করবেন। তার আগে জয়নগর লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে জনসভা করবেন অভিষেক। শনিবার একদিকে যেমন জোড়া সভা রয়েছে মমতার ঠিক তেমনই অভিষেকের সভা ঘিরেও কর্মী সমর্থকদের উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ার মতো।