অর্থকষ্টে ভুগছেন মালাইকা আরোরা (Malaika Arora), এতটাই টাকার প্রয়োজন যে নিজের ফ্ল্যাট ভাড়া দিতে হল বলিউডের মুন্নিকে! আরবাজের সঙ্গে সম্পর্ক এখন অতীত। অর্জুনের সঙ্গে অভিনেত্রীর লিভ ইন সম্পর্ক পরিণতি পাবে কী না, জানা নেই। তবে এসবের মাঝে নিজের কাজ নিয়ে সর্বদাই ব্যস্ত থাকেন অভিনেত্রী। আজকাল অবশ্য সিনেমার থেকে এখন বেশি তাঁকে দেখা যায় টেলিভিশনের পর্দায় বিভিন্ন রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে। নেহাত কম টাকা পারিশ্রমিক নেন না অভিনেত্রী। তাহলে এমন কী হল যে চড়া দামে ফ্ল্যাট ভাড়া দিতে হল মালাইকাকে?শোনা যাচ্ছে নিজের পালি হিলস্-এর ফ্ল্যাটটি ভাড়া দিলেন মুম্বইয়ের খ্যাতনামা পোশাকশিল্পী কশিশ হন্সকে।

আসলে মায়ানগরীতে অভিনেত্রীর ফ্ল্যাটের সংখ্যা কিছু কম নয়। মুম্বইয়ে অভিজাত এলাকা, যেমন বান্দ্রা, পালি হিলসে বেশ কিছু জায়গায় ফ্ল্যাট রয়েছে তাঁর। সেখান থেকেই মাসিক দেড় লক্ষ টাকায় একটি ফ্ল্যাট ভাড়া দিলেন তিনি। ওই পোশাকশিল্পীকে তিন বছরের জন্য ভাড়া দিয়েছেন অভিনেত্রী। প্রতি বছর ৫ শতাংশ ট্যাক্সে বাড়বে ভাড়া। অবশ্য মালাইকার নিজের যে ফ্ল্যাট রয়েছে বান্দ্রা এলাকায় তাঁর মূল্য প্রায় ১৬ কোটি টাকা। যদিও অর্থাভাবে নাকি অন্য কোনও কারণে এই ফ্ল্যাট ভাড়া দেওয়ার সিদ্ধান্ত তা স্পষ্ট নয়।
