Thursday, November 27, 2025

লোকসভা ভোটের মধ্যেই মানিকতলা উপনির্বাচন নিয়ে বড় আপডেট সুপ্রিম কোর্টে

Date:

Share post:

আইনি জটিলতায় উত্তর কলকাতার মানিকতলা (Maniktala) কেন্দ্রে উপনির্বাচন (By Eection) দীর্ঘদিন আটকে রয়েছে। বিধায়ক সাধন পাণ্ডের প্রয়াণের পর থেকে এই বিধানসভা একাকার মানুষ অভিভাবকহীন। বিধায়ক শূণ্য হওয়ায় মানিকতলার বিভিন্ন কাজ ও পরিষেবার ক্ষেত্রে মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবার এই কেন্দ্রে উপনির্বাচন করে হবে তা দু’সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রাথমিক ভাবে সেই হলফনামা সুপ্রিম কোর্টের (Supreme Court of India) হেফাজতে থাকবে।

২০২১ সালের বিধানসভা ভোটে মানিকতলা থেকে তৃণমূলের প্রতীকে জিতেছিলেন প্রয়াত সাধন পাণ্ডে। এই কেন্দ্র থেকে রেকর্ড জয় ছিল তাঁর। এরপর ২০২২-এর ফেব্রুয়ারিতে তাঁর মৃত্যুর পরে দু’বছর কেটে গেলেও মানিকতলায় উপনির্বাচন হয়নি। কারণ, বিজেপি এই কেন্দ্রে বিজেপির পরাজিত প্রার্থী কল্যাণ চৌবে তৃণমূল প্রার্থীর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলা ঝুলে থাকায় উপনির্বাচন হয়নি। মানিকতলার নাগরিকদের হয়ে দ্রুত নির্বাচন চেয়ে শুভেন্দু দে কলকাতা হাইকোর্টে গেলেও মামলা খারিজ হয়। পরে তা যায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের তোপের মুখে বিজেপি নেতা কল্যাণ চৌবে জানান, তিনি আর নির্বাচনী মামলা নিয়ে এগোতে চান না। পরে কলকাতা হাইকোর্টেও কল্যাণের তরফে জানানো হয়, তিনি নির্বাচনী মামলা প্রত্যাহার করে নেবেন।

এবার সুপ্রিমকোর্ট কমিশনের আইনজীবীর কাছে জানতে চায়, উপনির্বাচন করতে এত দেরি হচ্ছে কেন? আদালত স্পষ্টই জানায়, এ ভাবে চলতে পারে না। মামলাকারীর আইনজীবী জানান, ৩০ জুনের মধ্যে নির্বাচন হলে ভাল হয়। কমিশনের আইনজীবী বলেন, “এত কম সময়ে এ ভাবে বলা সম্ভব নয়। তার উপরে এখন লোকসভা নির্বাচন চলছে। তবে আমরা দ্রুত নির্বাচনের আয়োজন করব। তা ছাড়া দেরি তো আমাদের জন্য হয়নি।” মামলাকারীর আইনজীবী জানান, অতীতে ২ দিনের মধ্যে উপনির্বাচন ঘোষণা হয়েছে। সেই ঘোষণার তথ্য জমা দেওয়ার অনুমতি চান আইনজীবী।

শীর্ষ আদালত জানায়, আগামী ২ মাসের মধ্যে নির্বাচন করতে হবে। তা না হলে ফল ভুগতে হবে কমিশনকে। কারণ, কমিশনই নির্বাচন আয়োজনের অথরিটি। দ্রুত নির্বাচনের দিনক্ষণ আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে।

 

spot_img

Related articles

বেপরোয়া গতি! নিউটাউনে নিয়ন্ত্রণ হারালো স্কুটি, মৃত চালক

রাতের শহরে ফের বেপরোয়া গতি দুচাকার গাড়ির। ফলও মিলল হাতেনাতে। নিউটাউনে অনিয়ন্ত্রিত গতির জেরে দুর্ঘটনার কবলে একটি স্কুটি।...

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ‘শুভ বিবাহ উৎসব’: ভারতীয় ঐতিহ্যের উদযাপন

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে 'শুভ বিবাহ উৎসব'। আগামী ১৮ নভেম্বের থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত শ্যাম...

রবিবারের গেরোয় কমছে ছুটি! ২০২৬-এ পুজোয় মিলবে না টানা বিরতি

২০২৬ সালে সরকারি কর্মীদের উৎসবের ছুটি আগের বছরের তুলনায় কমছে। বৃহস্পতিবার অর্থ দফতর আগামী বছরের সরকারি ছুটির তালিকা...

বিশ্বমানের গঙ্গাসাগর মেলা: একমাস আগে থেকে প্রস্তুত থাকার নির্দেশ নবান্নর

এবছর মহাকুম্ভ নেই। ফলে মকর সংক্রান্তিতে দেশের একটা বড় অংশের সাধু-সন্নাসী থেকে পুণ্যার্থীদের গন্তব্য হতে চলেছে বাংলার গঙ্গাসাগর...