ইন্দ্রপতন! প্রয়াত ICICI ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান নারায়ণন ভাঘুল

ইন্দ্রপতন! ৮৮ বছর বয়সে প্রয়াত হলেন ICICI ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান নারায়ণন ভাঘুল (Narayanan Vaghul)। শনিবার পদ্মভূষণ ভাঘুলের প্রয়াণসংবাদ জানানো হয় তাঁর পরিবারের তরফে।

নারায়ণন ভাঘুলের পরিবারের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ‘আপনাদের গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে পদ্মভূষণ নারায়ণন ভাঘুল স্যর আজ বিকেলে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে প্রয়াত হয়েছেন।’ ভাঘুলের স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। ২০০৯ সালে পদ্মভূষণে সম্মানিত হন ভারতীয় অর্থনীতির অন্যতম রঙিন চরিত্র ভাঘুল।

আরও পড়ুন- রাজভবনে ‘জোর করে’ আটকে রাখায় অভিযুক্ত ৩ কর্মীকে হেয়ার স্ট্রিট থানায় তলব