এ যেন গোদের উপর বিষফোঁড়া। একেই তো ২০২৪ আইপিএল ছিটকে যাওয়া, তারওপর মন্থর বোলিং-এর কারণে নির্বাসিত করা হল মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে । এবারের আইপিএলে তিনটি ম্যাচে মন্থর ওভার রেট ছিল মুম্বইয়ের। সেই কারণে শাস্তি দেওয়া হয়েছে হার্দিককে। ঋষভ পন্থের পর হার্দিক দ্বিতীয় অধিনায়ক, যাঁকে এই শাস্তি পেতে হল। এবারের আইপিএলে যেহেতু মুম্বই ইন্ডিয়ান্সের আর ম্যাচ বাকি নেই, তাই পরের আইপিএলের প্রথম ম্যাচটি খেলতে পারবেন না হার্দিক।

আইপিএলের নিয়ম অনুযায়ী তিনবার সময়ের মধ্যে কোনও দল ২০ ওভার শেষ করতে না পারলে সেই দলের অধিনায়ককে শাস্তি দেওয়া হয়। হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্স এর আগে দু’বার মন্থর ওভার রেটের ভুল করেছিল। হার্দিকের জরিমানা হয়েছিল। তৃতীয় বার সেই একই ভুল করায় হার্দিকের ৩০ শতাংশ ম্যাচ ফি কাটা গিয়েছে। সেই সঙ্গে একটি ম্যাচের জন্য নিলম্বিত করা হয়েছে।


চলতি আইপিএল একেবারের নিজেদের মেলে ধরতে পারেনি মুম্বই । এবারের আইপিএল শুরুর আগে অধিনায়ক করা হয় হার্দিককে। রোহিত শর্মাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় তাকে। চলতি আইপিএল -এ ১৪টি ম্যাচে ১০টি হেরে পয়েন্ট নিয়ে লাস্ট বইয় তারা।

আরও পড়ুন- ‘আইপিএল শেষ, এবার আমি সমর্থন করব এই দলকে’, মুম্বইকে হারিয়ে বললেন রাহুল

