Thursday, August 21, 2025

সিনেমা পায় না বলেই রাজনীতিতে! নাম না করে ‘দু-নম্বরি’ হিরণকে মোক্ষম খোঁচা অভিষেকের

Date:

Share post:

ঘাটালে শাসক-বিরোধী দুই দলেই দুই অভিনেতা প্রার্থী। তৃণমূলের দীপক অধিকারী (Dipak Adhikari) ওরফে দেব, যিনি ঘাটালের বর্তমান সাংসদ। আর বিপরীতে বিজেপি প্রার্থী হীরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। রবিবার, কেশপুরে দলীয় প্রার্থীর সমর্থনে সভা থেকে নাম না করে হিরণকে ধুয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। কাজ নেই বলেই দু-নম্বরি করতে রাজনীতিতে এসেছেন হিরণ- তীব্র কটাক্ষ অভিষেকের। একই সঙ্গে তিনি বলেন, তৃণমূল যাঁদের তাড়িয়ে দেয়, তাঁদেরই বিজেপি মাথায় করে রাখে।

বিজেপি প্রার্থী প্রসঙ্গে অভিষেক বলেন, ‘‘ওটার নাম নেব না। যত সব দু-নম্বরি লোক। আমরা যে কটাকে দল থেকে বার কর দিই, বিজেপি তাদের মাথার উপর তুলে রাখে। কোথায় দীপক অধিকারী (Dipak Adhikari), আর কোথায় ওই দু’নম্বরি প্রার্থী! দীপক অধিকারী বছরে তিনটে করে সিনেমা করে। ওঁর রাজনীতি করার দরকার পড়ে না। আর যে বিজেপিরে প্রার্থী হয়েছে, চার বছরে একটাও সিনেমা পাইনি। কাজ নেই তো, পয়সা কামাতে এসেছে!’’

এদিনের সভা থেকে বিজেপির পাশাপাশি সিপিআইএমকেও তীব্র আক্রমণ করেন অভিষেক। তাঁর কথায়, সিপিএমের হার্মাদরাই জার্সি বদল করে এখন বিজেপি হয়েছে। বলেন, ‘‘আমি খবর পাচ্ছি কেশপুরে আবার সিপিএমের হার্মাদগুলো বিজেপির জার্সি পরে সিপিএমের সময়ের কালো দিনগুলো ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমি বলছি সাহস ভাল, দুঃসাহস ভাল নয়। ৪ তারিখের পর আপনারা যে ভাষায় বোঝেন সেই ভাষায় এর জবাব দেব।’’

অভিষেকের কথায়, ‘‘বাবু সেজে আপ-ডাউন করছে বিজেপি। সোমবার বাংলায় এসে প্রধানমন্ত্রী মোদি সভা করবেন। ২০২১ সালে ভোটে বিজেপি এখানে হারার পর কতবার এসেছেন? কতবার জিজ্ঞাসা করেছেন খেয়েছেন কি না? বাড়িতে সব ঠিক আছে কি না। সবাই ভাল আছে কি না। কোনও প্রয়োজন আছে কি না। আপনাদের পাশে কে দাঁড়িয়েছিল? এই দেব। কোভিডের সময় যেখানে যেখানে এই ঘাটালের মানুষ আটকেছিল, তাঁদের ঘরে ফেরার ব্যবস্থা করেছে দেব। বাড়ি বাড়ি খাবার পৌঁছনোর দায়িত্ব নিয়েছে দেব। আদর্শ সাংসদের কাজ করেছে দেব। এই ছেলেটাকে জেতাতে হবে।’’

ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রচার, সুতরাং ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা যে চর্চায় আসবে সেটা স্বাভাবিক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, ‘‘ঘাটালে একমাস আগেই এসে প্রতিশ্রুতি দিয়েছি ঘাটাল মাস্টারপ্ল্যানের। ছমাসের মধ্যে ওই কাজ শুরু হয়ে যাবে।’’






spot_img

Related articles

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...