Sunday, November 2, 2025

অধীরের বিরুদ্ধে মুখ খুলতেই খাড়গের ছবিতে কালি! পরে দায় এড়ানোর চেষ্টা

Date:

অধীর চৌধুরি হাইকম্যান্ডের কথা মেনে না চললে তিনি বাইরে যাবেন। কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরিকে সেন্সর করতেই বাংলার অধীরপন্থীরা সরব হতে শুরু করেন খাড়গের বিরোধিতায়। কেউ দলের প্রতি অধীরের দায়িত্ববোধের উদাহরণ তোলেন, আবার অনেকে স্পষ্ট করে দেন তৃণমূলের সঙ্গে কোনও সমঝোতায় অধীরপন্থীরা থাকবেন না। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে শনিবারই স্বাগত জানানো হয় খাড়গে তথা কংগ্রেস হাইকম্যান্ডের বক্তব্যকে। যদিও বিলম্বিত বোধোদয় বলে কটাক্ষও করা হয়। তবে রবিবার সকালেই কংগ্রেস দফতরে মল্লিকার্জুন খাড়গের ছবিতে কালি লেপার পর তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকার চেষ্টা প্রদেশ কংগ্রেসের।

রবিবার বিধান ভবনেই কংগ্রেসের হোর্ডিংয়ে মল্লিকার্জুন খাড়গের ছবিতে কালি লেপা দেখা যায়। কংগ্রেস কর্মীরা ঘটা করে সেই কালি মুছতেও আসেন। নির্বাচনী আবহে দলের অন্তর্দ্বন্দ্ব ঢাকতে গোটা দোষটাই চাপানো হয় তৃণমূলের ঘাড়ে। কলকাতার নির্বাচন হতে এখনও বেশ কিছুদিন বাকি। সেই পরিস্থিতিতে শহরে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী লড়াইতে নামা কংগ্রেস কোনওভাবেই তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতে পারবে না। শনিবারই মল্লিকার্জুন খাড়গে তৃণমূলের পাশে থাকার বার্তা দিয়েছেন। প্রয়োজনে দল থেকে তৃণমূল বিরোধী কংগ্রেস নেতা অধীর চৌধুরিকে ছেঁটে ফেলতেও দ্বিধা করবে না কংগ্রেস, এমনটাও স্পষ্ট করেন খাড়গে।

খাড়গের এই বক্তব্যের পরেই অধীর চৌধুরি নিজে তৃণমূলের বিরোধিতা করা থেকে সরে না আসার স্পষ্ট ঘোষণা করেন। এমনকি নিজেকে হাইকম্যান্ডের লোক বলেও ঘোষণা করেন। এই পরিস্থিতিতে রবিবার এমন ব্যানারগুলিতে কালি লেপা হয় যেখানে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীরও মুখ রয়েছে। সেখানে কালি লেপা না হলেও বেছে বেছে খাড়গের মুখেই কালি লেপা হয়। সেখান থেকেই স্পষ্ট কোন রাগে কারা এই কীর্তি ঘটিয়েছে। তবে তৃণমূলকে দোষ দেওয়ার কংগ্রেসের এবারের চালু টেকনিক ধোপে টেকেনি, দাবি রাজনীতিকদের।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version