Sunday, December 21, 2025

বন্যা মৃত অন্তত ৭০, আফগানিস্তানে ভেসে গেল দুহাজার বাড়ি

Date:

Share post:

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিবেশী দেশ আফগানিস্তান (Afganistan)। মধ্য আফগানিস্তানে প্রায় ২০০০ বাড়ি বন্যায় ভেসে গিয়েছে। সেই সঙ্গে প্রায় ৪০০০ বাড়ি অনেকাংশে ক্ষতিগ্রস্ত বলে দাবি দেশের বিপর্যয় মোকাবিলা দফতরের। সবথেকে ক্ষতিগ্রস্ত দেশের চাষের জমি। বেশির ভাগ চাষের জমিই কাদায় ঢাকা পড়ে গিয়েছে। বহু এলাকার সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন। আটকে পড়া বাসিন্দাদের জন্য ত্রাণ বিলির কাজ শুরু করেও যোগাযোগ সমস্যার জন্য বাধার মুখে ইউনাইটেড নেশন্স (United Nations)।

কয়েক সপ্তাহ আগেই হড়পা বানে (flash flood) প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয় উত্তর আফগানিস্তানে। এরপরই মধ্য আফগানিস্তানে বন্যার জেরে বিপর্যস্ত জনজীবন। সরকারি সূত্রে দাবি অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে বন্যায়। যদিও ঘর (Ghor) প্রদেশের সঙ্গে অন্যান্য একাধিক প্রদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সঠিক তথ্য পাওয়াও সম্ভব হচ্ছে না। ভেসে গিয়েছে প্রায় দু হাজার দোকানপাট। গোটা এলাকায় খাদ্য ও সবথেকে বেশি পানীয়ের জন্য হাহাকার শুরু হয়েছে। অন্যদিকে যে দেশের ৮০ শতাংশ মানুষ চাষবাসের উপর নির্ভরশীল, সেখানে চাষের জমি বন্যার কাদায় ঢাকা পড়ে যাওয়ায় খাদ্যসংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

এমনিতেই আফগানিস্তান প্রাকৃতিক দুর্যোগের দিক থেকে ইউএন (UN)-এর হাই অ্যালার্টে থাকা দেশ। নিয়মিতভাবে সেখানে ত্রাণ সরবরাহ করে ইউএন। এই বন্যায় শুরু হয়েছে ত্রাণ সরবরাহের কাজ। বঘলান (Baghlan) প্রদেশ এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। সেই সঙ্গে আবহাওয়া দফতর আরও বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে।

spot_img

Related articles

সশস্ত্র পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে উদ্যোগ, বরাদ্দ ৮.৮২ কোটি 

পশ্চিমবঙ্গ সরকার সশস্ত্র পুলিশ বাহিনীর পরিকাঠামো উন্নত করতে নতুন যানকেন্দ্রিক প্রকল্প হাতে নিয়েছে। ব্যারাকপুরে ডেপুটি ইনস্পেক্টর জেনারেলের দফতর...

বিজেপি রাজ্যে পুলিশের করুণ অবস্থা! ফিল্মি কায়দায় পালিয়ে গেল অপরাধী 

মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের কাছে পুলিশি ব্যর্থতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, এক তরুণ পুলিশের গাড়ি...

পরিবারে জঙ্গি-যোগের অভিযোগ: কাশ্মীরে শ্রমিকদের জীবিকা কেড়ে নেওয়ার ফতোয়া

জম্মু ও কাশ্মীরের নাগরিকদের সন্ত্রাসবাদের পথ থেকে সরিয়ে আনতে কেন্দ্রের বিজেপি সরকার যে কোনও উদ্যোগ নেয়নি, পহেলগাম হামলার...

CINEKIND: না-মানুষদের নিয়ে তৈরি চলচ্চিত্রকে সম্মান, অনন্য সন্ধ্যার সাক্ষী কলকাতা

এই প্রথম না-মানুষদের প্রতি সহানুভূতি ও ভালবাসার গল্প বলা ফিল্মের জন্য সিনেকাইন্ড জাতীয় পুরস্কার দিল ফিল্ম ফেডারেশন অফ...