সুন্দরবনে চোরাশিকারীদের গুলিতে বনকর্মীর মৃত্যু! 

জলে জঙ্গলে গুলির লড়াই। শনিবার রাতে বোট নিয়ে সুন্দরবন (Sundarbans) সংলগ্ন নদীতে টহল দেওয়ার সময় হরিণ শিকারীদের (poachers in the Sundarbans) দেখতে পান বনকর্মীরা। শুরু হয় গুলিবর্ষণ। ৪ বনকর্মী জলে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান। তবে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে অমলেন্দু হালদার (Amalendu Haldar) নামে এক কর্মীর। জানা গেছে তিনি রায়দিঘির বাসিন্দা।

সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে চোরাশিকারীদের দাপট রুখতে বনকর্মীরা টহল দেন। শনিবার সন্ধ্যা নাগাদ তিনজন কর্মী ও বোটের ২ কর্মীকে সঙ্গে নিয়ে বেরিয়ে ছিলেন অমলেন্দু হালদার। কিন্তু রাতে কেউই ফেরেননি। সকালে বাকিরা নেতাধোপানি ক্যাম্পে ফিরলেও ৫৯ বছরের অমলেন্দুবাবুকে জীবিত উদ্ধার করা যায়নি। তাঁর সঙ্গীরা বলছেন দুপক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াইতে চোরাশিকারীদের ছোড়া গুলি লাগে অমলেন্দুবাবুর শরীরে। যদিও পরে তাঁকে কোপানো হয় বলেও মনে করা হচ্ছে। তাঁর দেহ উদ্ধার করে সুন্দরবন কোস্টাল থানায় (Sundarbans Coastal Police Station) নিয়ে যাওয়া হয়েছে। এরপরই কর্মীদের সমস্ত ছুটি বাতিল করে জোরকদমে জলে জঙ্গলে চলছে তল্লাশি।চোরাশিকারীরা আদপে বাংলাদেশের (Bangladesh)  জলদস্যু ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।


 

Previous articleভোটের আগে ফের কাশ্মীরে সন্ত্রাস! জোড়া জঙ্গি হামলায় মৃত ১
Next articleফুটলো বিয়ের ফুল, ছাদনাতলায় বসতে চলেছেন বনি-কৌশানী!