বিজেপিতে জোর ধাক্কা! অভিষেকের সভায় বিদায়ী বিজেপি সাংসদের তৃণমূলে যোগদান

মোদির (Narendra Modi) সফর চলাকালীন বিজেপিতে (BJP) জোর ধাক্কা! দলের সদ্য বিদায়ী ঝাড়গ্রামের (Jhargram) প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম (Kunar Hembram) তৃণমূলে (TMC) যোগ দিলেন। রবিবার ঝাড়গ্রামের ছাতিনাশোল তরুণ সংঘ ফুটবল মাঠে তৃণমূলের নির্বাচনী সভা ছিল। এই সভাতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত থেকে দলের পতাকা তুলে নিলেন কুনার। মোদির সফর চলাকালীন কুনারের তৃণমূলে যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তৃণমূলে যোগ দেওয়ায় ঝাড়গ্রাম-সহ জঙ্গলমহলে নিঃসন্দেহে বিজেপি আরও দুর্বল হল।

ঝাড়গ্রামে কুনার হেমব্রমকে না দিয়ে বিজেপি এবার টিকিট দেয় প্রণত টুডুকে। স্থানীয় আদিবাসী এলাকায় কুনারের প্রভাব ছিল যথেষ্ট। প্রণতকে প্রার্থী করায় বিজেপিতে ‘গোষ্ঠী রাজনীতি’ মাথাচাড়া দিয়ে ওঠে। যার পরিণতি কুনারের তৃণমূলে যোগ। তৃণমূলে যোগ দিয়ে কুনার বলেন, “আদিবাসী ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য বিজেপি ভাবে না, কাজ করে না। পিছিয়ে পড়া জনজাতিকে মূল স্রোতে ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পথই সঠিক দিশা”। তবগে এদিন কুনারের তৃণমূলে যোগদানে স্থানীয় বিজেপির ‘গোষ্ঠী রাজনীতি’ প্রকাশ্যে চলে এসেছে। বিজেপি নেতারা বলছেন, তৃণমূল প্রার্থী কালিপদ সোরেনের জয় এখন শুধু সময়ের অপেক্ষা। তার কারণ এমনিতেই তৃণমূল এগিয়েছিল, কুনারের তৃণমূলে যোগদানে এই সম্ভাবনা আরও বেড়ে গেল।

 

 

Previous articleঅ্যান্টিবায়োটিক দিয়েও দমানো যাচ্ছে না প্রাণঘাতী ব্যাকটেরিয়াদের! তালিকা প্রকাশ হু-র
Next articleকেন মোদির গ্যারেন্টি ‘৪২০’, তথ্য প্রমাণ দিয়ে তোপ দাগলেন অমিত