Sunday, November 9, 2025

নির্বাচনী প্রচারে আজ পুরুলিয়া- বাঁকুড়ায় মমতার পদযাত্রা, রবিবাসরীয় সভা অভিষেকের

Date:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) পঞ্চম দফার প্রাক্কালে রবিবার পুরুলিয়ায় রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিকেল তিনটে নাগাদ এই পদযাত্রা শুরু হবে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের শান্তিরামের লড়াই বিজেপির বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর সঙ্গে।তৃণমূল সুপ্রিমোর পরবর্তী কর্মসূচি বাঁকুড়ায় বিকেল চারটে নাগাদ শুরু হবে। তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে বাঁকুড়ার কলেজ মোড় থেকে লালবাজার পর্যন্ত পদযাত্রায় অংশ নেবেন তিনি। মমতার এই কর্মসূচি উপলক্ষে বাঁকুড়া শহরকে সাজিয়ে তুলেছেন তৃণমূলের নেতা-কর্মীরা। দলীয় পতাকা, ফ্লেক্স, ফেস্টুনে শহরের রাস্তা সাজানো হয়েছে। জেলা নেতৃত্বের দাবি, তাঁরা রেকর্ড জমায়েতের টার্গেট নিয়েছেন। ষষ্ঠ দফা নির্বাচনের প্রচার জোরদার করতে রবিবাসরীয় জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। এদিন ঝাড়গ্রাম ও ঘাটালে জোড়া কর্মসূচি তাঁর।

সাত দফা লোকসভা নির্বাচনের চার দফায় নির্বিঘ্নে ভোট হয়েছে বাংলায়। কংগ্রেস সিপিএম বিজেপি বিক্ষিপ্ত অশান্তি তৈরির চেষ্টা করলেও সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পক্ষে সব সময় সায় দিয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষের বিপুল জনসমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে রোড শোতে জনসুনামি আছড়ে পড়েছে। রবিবাসরীয় প্রচারে সেই একই ঝলক দেখা যাবে বলেই আশাবাদী তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিন দুপুর দুটো নাগাদ ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে কালীপদ সোরেনের সমর্থনে সভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখান থেকে তিনি চলে যাবেন ঘাটালে। তারকা প্রার্থী দেবের সমর্থনে কেশপুরে বিকেল তিনটের সময় জনসভা রয়েছে অভিষেকের।



 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version