রবিবাসরীয় সকালে মেঘলা আকাশ, আবহাওয়ার ‘মুড সুইং’-এর ইঙ্গিত দক্ষিণবঙ্গে

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ২২ মে বুধবার নাগাদ নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ছুটির সকালে মেঘলা আকাশে আর্দ্রতা জনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে সোমবার থেকেই কালবৈশাখী এবং বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গে। রবিবার কলকাতা সহ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও তাতে গরম কমবে না। পঞ্চম দফা ভোটের দিন কিছুটা হলেও দুর্যোগের আশঙ্কা থেকে যাচ্ছে। বুধবার পর্যন্ত তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী থাকবে।

হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের ১০ জেলায় বৃষ্টির সম্ভাবনা— দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। চলতি মাসের শেষেই হানা দিতে পারে সাইক্লোন রিমাল, প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ২২ মে বুধবার নাগাদ নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরের ৫ জেলাতেও সোমবার থেকে বৃষ্টি বাড়বে।