Friday, August 22, 2025

লোকসভা নির্বাচন চলছে সর্বত্র। সম্পন্ন হয়েছে চতুর্থ দফা নির্বাচন। দফায় দফায় নির্বাচনের মধ্যেই জেলা সফরে আসছেন হেবি ওয়েট নেতা-মন্ত্রীরা। জঙ্গলমহল পুরুলিয়াও তার ব্যতিক্রম নয়। আগামী ২৫মে পুরুলিয়ায় লোকসভা নির্বাচন।পুরুলিয়ায় শহরে রোড শো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া শহরের ভিক্টোরিয়া স্কুল থেকে শুরু হয় এই মিছিল। শহরের হাসপাতাল মোড়ে মিছিলে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা। মিছিল শেষ হয় ভগৎ সিং মোড়ে।
তৃণমূল কংগ্রেসের শান্তিরামের লড়াই বিজেপির বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর সঙ্গে। মমতার কর্মসূচি ঘিরে রবিবার সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরুলিয়ায়।
তৃণমূল সুপ্রিমোর পরবর্তী কর্মসূচি ছিল বাঁকুড়ায়। তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে বাঁকুড়ার কলেজ মোড় থেকে লালবাজার পর্যন্ত পদযাত্রায় অংশ নেন তিনি। মমতার এই কর্মসূচি উপলক্ষে বাঁকুড়া শহরকে সাজিয়ে তুলেছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। দলীয় পতাকা, ফ্লেক্স, ফেস্টুনে শহরের রাস্তা ঢেকে গিয়েছে।মমতা রাজপথে নামা মানে লক্ষাধিক মানুষের সমাগম। এদিন কার্যত রবি বিকেলে জনস্রোতের সাক্ষী থাকল শহর পুরুলিয়া এবং বাঁকুড়া। এদিন মমতার পদযাত্রায় ভিড় উপচে পড়েছিল। শহরের সব ওয়ার্ডের কর্মী সমর্থকরা এই পদযাত্রায় অংশ নেন। মমতার কর্মসূচি ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। যুব আর মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরাও এদিন ময়দানে নামেন।
এদিন নেত্রীর পদযাত্রায় লক্ষাধিক কর্মী সমর্থকের ভিড় হয়। পুরুলিয়া শহর ছাড়াও বিভিন্ন পঞ্চায়েত এলাকার বাসিন্দারা এই কর্মসূচিতে শামিল হন।কার্যত জনজোয়ারে ভাসেন তৃণমূল নেত্রী।রাস্তার দু’ধারে মানুষ তৃণমূল নেত্রীকে উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দেন। রোড শো-এ সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মমতাকে দেখতে রাস্তায় ঢল নামে। রোড শোর মধ্যে অনেককেই এসে নেত্রীকে প্রণাম করতে চান। এক খুদেকে একেবারে কোলে তুলে নেন মমতা। মানুষের আবেগ নিয়ন্ত্রণ করতে রীতিমতো বেগ পেতে হচ্ছিল নিরাপত্তারক্ষীদের।





Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version