ভোটের আগে ফের কাশ্মীরে সন্ত্রাস! জোড়া জঙ্গি হামলায় মৃত ১

লোকসভা নির্বাচনের মাঝেই বারবার শিরোনামে উঠে এসেছে কাশ্মীরের জঙ্গি হামলা (Terrorist attack in Kashmir)। পঞ্চম দফা নির্বাচনের (Fifth phase of Loksabha Election) আগেও সেই জঙ্গি সংঘর্ষের খবর। জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে এক প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে গুলি করে খুন করল জঙ্গিরা। পাশাপাশি অনন্তনাগে রাজস্থানের এক দম্পতিকে লক্ষ্য করে গুলি করা হয়। গুরুতর অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় সেনা (Indian Army)।

অনন্তনাগ ও সোপিয়ান দুই জায়গাতেই জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। নির্বাচনের আগে একের পর এক জঙ্গি হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের। সূত্রের খবর জয়পুরের দম্পতি তাবরিজ ও তাঁর স্ত্রী ফারহা অনন্তনাগ জেলার ইয়ান্নার এলাকায় বেড়াতে গিয়েছিলেন। সেখানেই এই জঙ্গি হামলা। গুলিবিদ্ধ অবস্থায় দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে খবর মিলেছে। আতঙ্কে হুরপুরা গ্রামের বাসিন্দারা।