ঘড়ির কাঁটায় তখনও শেষ হয়নি ভোট গ্রহণ, তার আগেই আরামবাগে উড়ল সবুজ আবির! দলীয় প্রার্থী মিতালী বাগকে নিয়ে ‘বিজয়োৎসবে’ মেতে উঠলেন আরামবাগের তৃণমূল কর্মী-সমর্থকরা। তৃণমূলের দাবি, ভোটের দিনে যে চিত্র ফুটে উঠেছে, সেখানে মিতালী বাগের জয় শুধু সময়ের অপেক্ষা! তাই এই বিজয়োৎসবে। প্রার্থী নিজেও সবুজ আবির খেললেন সমর্থকদের সঙ্গে। বললেন, ”আমাদের রেজাল্ট হয়ে গিয়েছে”!

আজ, সোমবার ছিল রাজ্যে পঞ্চম দফা। ভোট হল রাজ্যের ৭ আসনে। যার মধ্যে হুগলি জেলার আরামবাগ আসনটি অন্যতম। এবার এখানে প্রার্থী বদল করেছে তৃণমূল। বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারের পরিবর্তে সাদামাটা মিতালীকে বেছে নিয়ে ঘাসফুল শিবির।

ভোট শেষের আগে বিজয়োৎসব প্রসঙ্গে আরামবাগের তৃণমূল প্রার্থী বলেন, “বিরোধী প্রার্থী এত ভয় পেয়েছে যে, গতকাল রাত থেকে মারপিঠ শুরু করেছে। তারা আনাচে কানাচে বোমা মারছে। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষকে সঙ্গে নিয়ে ব্যালটে বোমা ফাটিয়ে চমকে দিয়েছে”।

কেন্দ্রীয় বাহিনীরকে নিশানা করে মিতালী বলেন, ”৪ তারিখ কেন, আমাদের ফল হয়ে গিয়েছে। ফল যদি না-ই হত, তাহলে কেন্দ্রীয় বাহিনী মহিলারা যখন ভোট দিতে যাচ্ছেন, তখন মারধর করত না। এটা কী বিচার! ভোট পাচ্ছে না তো, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে চাপ তৈরি করছে।”

