Friday, December 19, 2025

রন্ধ্রে রন্ধ্রে গেরুয়া! RSS-এ কেটেছে শৈশব-যৌবন, ডাকলেই ফিরব: বিদায়ী ভাষণে জানালেন হাই কোর্টের বিচারপতি

Date:

Share post:

বিচার ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে গৈরিকীকরণ! বারবার তা প্রমাণ হচ্ছে। পদে ইস্তফা দিয়েই বিজেপিতে যোগ ও প্রার্থী হয়েছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার আরেক বিচারপতি অবসরের দিন বিদায়ী ভাষণে জানালেন, তিনি RSS-এর সক্রিয় সদস্য ছিলেন। RSS ডাকলেই আবার ফিরে যেতে পারেন।

কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন চিত্তরঞ্জন দাশ। আদপে ওড়িশার বাসিন্দা চিত্তরঞ্জন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে কর্মজীবন শেষ করেছেন। শেষদিনে বিদায়ী ভাষণে তিনি স্পষ্ট জানান, তাঁর ছেলেবেলা ও যৌবন কেটেছে আরএসএসের সান্নিধ্যে। সক্রিয় সদস্য ছিলেন তিনি। পরবর্তীকালে বিচারব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার পরে, আরএসএস ছেড়ে দেন। দাশের দাবি, ৩৭ বছর আগে তিনি আরএসএস ছাড়েন। পদে থেকে তিনি সব রাজনৈতিক দল ও ব্যক্তিকে সমান চোখে দেখতেন। কারও ক্ষেত্রে কোনও আলাদা পদক্ষেপ করেননি। তাঁর কাছে বিচারব্যবস্থা সবকিছুর ঊর্ধ্বে ছিল বলে দাবি প্রাক্তন বিচারপতি দাশের। একই সঙ্গে তিনি জানান, জীবনে কখনও কোনও ভুল কাজ করেননি। হাইকোর্টের বিচারপতি হিসেবে শেষ কর্মদিবসে তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁর ব্যক্তিসত্তা গড়ে ওঠার ক্ষেত্রে আরআরএসের যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

প্রাক্তন বিচারপতি দাশের আরও দাবি, নিজের কর্মজীবনের সুযোগ পাওয়ার জন্য কখনও সেই RSS-কে ব্যবহার করেননি। কোনও ব্যক্তির হয়ে পক্ষপাতিত্ব করেননি। তবে, একই সঙ্গে প্রাক্তন বিচারপতি দাশ জানান, অবসরের পরে যদি তাদের কাজে RSS তাঁকে ডাকে তবে, তিনি যেতে ইচ্ছুক।

অর্থাৎ এখনও সেই আদর্শ মেনেই চিত্তরঞ্জন দাশ চলেছেন। এখন প্রশ্ন উঠছে, এইভাবে একের পর এক বিচারপতিতে গেরুয়া যোগ যদি স্পষ্ট হয়, তবে তাঁদের কাছে নিরাপক্ষেতা কতটা আশা করবেন বিচারপ্রার্থীরা! তাঁদের রায়ে, মতাদর্শের কোনও ছায়া কি পড়ে না, উঠছে প্রশ্ন।

আরও পড়ুন- গোটা দেশে শান্তিপূর্ণ পঞ্চম দফার ভোট, ভোটদানে শীর্ষে বাংলা

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...