Thursday, January 29, 2026

সত্যি হল আশঙ্কা! চপার দুর্ঘটনায় মৃত্যু ইরানের প্রেসিডেন্ট রইসির, প্রাণ হারালেন বিদেশমন্ত্রীও

Date:

Share post:

চপার দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল ইরানের প্রেসিডেন্ট (Iran president) ইব্রাহিম রইসির (Ibrahim Raisi)। রবিবার দুর্ঘটনার পর তাঁর বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ ছিলই। সোমবার সকালে একাধিক সংবাদ সংস্থা সূত্রে খবর, দুর্ঘটনার জেরে মৃ্ত্যু হয়েছে ইরানের রাষ্ট্রপ্রধানের। তবে শুধু রইসিই নন, চপার দুর্ঘটনায় (Chopper Accident) প্রাণ হারিয়েছেন সে দেশের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানও। তবে ইরানের সরকারি সংবাদ সংস্থার তরফে দু’জনের মৃত্যুর খবর এখনও আনুষ্ঠানিক ভাবে জানানো না হলেও, সে দেশের প্রশাসনিক আধিকারিকদের উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

রবিবারই জানা গিয়েছিল, পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে রইসির চপার। ওই চপারেই ছিলেন ইরানের বিদেশমন্ত্রীও। এদিন পার্বত্য অঞ্চল পেরিয়ে যাওয়ার সময় চপারটি নিয়ন্ত্রণ হারায়। প্রবল বৃষ্টি আর ঘন কুয়াশার জন্য দুর্ঘটনাস্থলে দৃশ্যমানতা খুব কম ছি্ল। এরফলে দুর্ঘটনার শীকার হয় প্রেসিডেন্টের চপারটি। ওই চপারেই ছিলেন ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানও। তবে যেভাবে দুর্ঘটনার কবলে পড়েছে চপারটি তাতে প্রেসিডেন্ট সহ সমস্ত যাত্রীদেরই বেঁছে থাকার আশা ছিল না। আর সেই আশঙ্কাই সত্যি হল।

তবে ইরান প্রশাসনের এক শীর্ষ আধিকারিক বলেন, আমরা এখনই হাল ছাড়ছি না। তবে যেখানে চপারটি ভেঙে পড়েছে, সেই এলাকাটা আমাদের চিন্তা বাড়িয়ে তুলছে। এর আগে সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রেসিডেন্ট রইসি যে কপ্টারে ছিলেন, সেটি পাওয়া গিয়েছে। দুর্ঘটনাস্থলের ছবিও সামনে আসে। তাতে দেখা যায়, কুয়াশাঘেরা পাহাড়ের বুকে হেলিকপ্টারের ভাঙা অংশ পড়ে রয়েছে। হেঁটে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন উদ্ধারকারীরা। ভেঙে পড়া চপারটিতে আগুনও ধরে গিয়েছিল। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় চপারের কেবিন।ৎইরানের সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রইসি আজারবাইজান সফরে বেরিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন বিদেশমন্ত্রী। কিন্তু আজারবাইজানের সীমান্তে অবস্থিত শহর জোলফার কাছাকাছি পৌঁছতেই বাধে বিপত্তি। তবে উদ্ধারকারীরা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছলেও ভারী বৃষ্টি এবং ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।


spot_img

Related articles

আজকের রাশিফল

মেষ: দুশ্চিন্তার মেঘ কাটছে, গুরুজনের স্বাস্থ্যের উন্নতিতে মনে শান্তি ফিরবে। জীবনসঙ্গীর সঙ্গে রসায়ন জমজমাট। দীর্ঘদিনের লালিত স্বপ্ন সত্যি...

হোটেলে এক ঘণ্টা সেলিম-হুমায়ুন: বিধানসভা ভোটের আগে রফার চেষ্টা

সাম্প্রদায়িক কোনও দলের সঙ্গেই যাবেন না দাবি করা সিপিআইএম কী শেষ পর্যন্ত মসজিদ তৈরি করা হুমায়ুন কবীরের হাত...

বইমেলা প্রাঙ্গণে কুণাল-রানা-দেবাংশু, উপচে পড়া ভিড় বালিতে

হাওড়ার বালিতে শুরু হয়েছে চতুর্থ বর্ষের বালি বইমেলা। বুধবার সন্ধ্যায় সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বইপ্রেমীদের উৎসাহ বাড়ালেন...

IND vs NZ T20: বিশ্বকাপের আগে দুরন্ত ব্যাটিং রিঙ্কু-দুবের, নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের

নিউজিল্যান্ডের(Newzeland) বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে হার ভারতের(India)। ৫০ রানে জিতল কিউয়িরা। হোয়াইট ওয়াশের স্বপ্ন অধরাই থাকল, নিয়মরক্ষার ম্যাচে...