Wednesday, December 17, 2025

দলকে চ্যাম্পিয়ন করেই কি ম্যানসিটি ছাড়ার ইঙ্গিত দিলেন গুয়ার্দিওলা?

Date:

Share post:

গতকাল রাতে নতুন ইতিহাস গড়ে ম্যানঞ্চেস্টার সিটি। রবিবার ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়ে, টানা চতুর্থবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলেন ফিল ফডেন, আর্লিং হালান্ডরা। লিগের ১৩৫ বছরের পুরনো ইতিহাসে এর আগে আর কোনও দল টানা চার মরশুম খেতাব জিততে পারেনি।ক্লাব চ্যাম্পিয়ন করেই ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন ম্যানসিটির কোচ পেপ গুয়ার্দিওলা।

রবিবার ম্যাঞ্চেস্টার সিটিকে চ্যাম্পিয়ন করে গুয়ার্দিওলা সাংবাদিক বৈঠকে বলেন, “বাস্তব এটাই যে আমি ক্লাব ছাড়ার দিকে এগোচ্ছি। ক্লাবের সঙ্গে আমার কথা হয়েছে। আমি চাইছি আর একটু থাকতে। আগামী মরশুমেও এই ক্লাবে থাকতে পারি। কিন্তু আট ন’বছর রবিবার ম্যাঞ্চেস্টার সিটিকে চ্যাম্পিয়ন করে গুয়ার্দিওলা সাংবাদিক বৈঠকে বলেন, “বাস্তব এটাই যে আমি ক্লাব ছাড়ার দিকে এগোচ্ছি।তো কম নয়। দেখা যাক।” ২০১৬ সাল থেকে সিটির দায়িত্বে রয়েছেন গুয়ার্দিওলা। ইংল্যান্ডের এই ক্লাবের হয়ে সাত বছরে ছ’বার লিগ জিতেছেন তিনি। তাঁর কথা থেকে স্পষ্ট, তিনি এবার বিরতি চাইছেন। তবে এখনও ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেননি তিনি।

গতকাল ঘরের মাঠে ইপিএলের ম্যাচে মিনিট দুয়েক গড়াতে না গড়াতেই ম্যান সিটিকে এগিয়ে দিয়েছিলেন ফডেন। সতীর্থ বের্নার্দো সিলভার পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের রকেটের মতো শটে জাল কাঁপান তিনি। ১৮ মিনিটে ফডেনের গোলেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ম্যান সিটি। জেরেমি ডোকুর পাস থেকে বল পেয়েছিলেন ফডেন। তবে বিরতির আগেই মহম্মদ কুদুসের গোলে ১-২ করে দিয়েছিল ওয়েস্ট হ্যাম। যদিও ৫৯ মিনিটে রদ্রির গোলে জয় খেতাব নিশ্চিত করে ফেলে পেপ গুয়ার্দিওলার দল। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন ম্যান সিটি কোচ ও ফুটবলাররা। ৩৮ ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে লিগ শেষ করে ম্যান সিটি।

আরও পড়ুন- ইতিহাস গড়ল ম্যানসিটি , টানা চতুর্থবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন গুয়ার্দিওলার দল





spot_img

Related articles

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...

জিটিএ শিক্ষক নিয়োগ বাতিলের রায় ঘিরে পাহাড়ে স্কুল ধর্মঘটের ডাক

কলকাতা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দার্জিলিং পাহাড়ের শিক্ষা পরিস্থিতি। জিটিএ অঞ্চলে ৩১৩ জন শিক্ষক...

ফুটেজ না দেখা পর্যন্ত মন্তব্য নয়! কীর্তি ইস্যুতে কড়া অবস্থান অভিষেকের

সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সংসদে এই অভিযোগ...

গিলের চোট নিয়ে উদ্বেগ, দূষণের জেরে নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ

চোট কাটিয়ে ফিরেছিলেন। কিন্ত চতুর্থ টি২০ ম্যাচের আগের ফের চোটের করলে পড়লেন শুভমান গিল(Subhaman Gill)। লখনউতে ম্যাচের আগে...