Sunday, November 16, 2025

এলাকায় ‘লোক ঢোকানোর চেষ্টা’ লকেটের! অসীমার সঙ্গে প্রতিরোধ স্থানীয় মহিলাদের

Date:

লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় হুগলির পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। পরাজয় নিশ্চিত জেনে এবার এলাকায় ঘুরে ঘুরে অশান্তি বাধানোর চেষ্টা বিজেপি প্রার্থীর। তবে বিশৃঙ্খলা বাধানোর চেষ্টা করলে প্রতিরোধ করেন ধনেখালির স্থানীয় মহিলারাই। লকেটকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাঁরা অভিযোগ করেন তাঁদের এলাকায় ‘লোক ঢোকানোর চেষ্টা’ করছিলেন বিজেপি সাংসদ। ঘটনাস্থলে পৌছান ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। তাঁকে দেখে যেন আস্থা ফিরে পান বাসিন্দারা। বিধায়কের সঙ্গে স্থানীয় মহিলাদের প্রতিরোধের মুখে অশ্লীল ভাষায় আক্রমণ করেন বিজেপি সাংসদ।

পঞ্চম দফা নির্বাচনের দিন সকাল থেকেই বিভিন্ন বুথে ঢুকে অশান্তি বাধানোর চেষ্টা করে চলেন লকেট চট্টোপাধ্যায়। ধনেখালিকে যেন টার্গেট করে তৃণমূল কর্মীদের হেনস্থা ও অশান্তি করা শুরু করেন তিনি। একটি বুথে ঢুকে নির্বাচনের কাজে যুক্ত মহিলা পুলিশ কর্মীকেও জোর করে বের করে দেন তিনি। এরপর আরেক এলাকায় ঢুকে ভোটাদের হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ। ভোটারদের লাইনে ঢুকে হুমকির ভঙ্গিতে প্রশ্ন করতে শুরু করলে লাইনে দাঁড়ানো ভোটাররা প্রতিবাদ করেন। অনেকে দাবি করেন সুস্থ ভোটে অশান্তি করতে এসেছেন লকেট চট্টোপাধ্যায়। গতবারের ভোটেও এভাবে তিনি অশান্তি বাধানোর চেষ্টা করেন বলেও দাবি ভোটারদের।

এরপরই ঘটনাস্থলে পৌঁছান ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। মহিলারা অভিযোগ করেন শান্তিপূর্ণ এলাকায় নিজের লোক ঢোকানের চেষ্টা করার জন্য এলাকায় আসেন বিজেপি সাংসদ। তাঁকে দেখে স্থানীয়দের মধ্যে তৃণমূলের জনসমর্থন দেখে কার্যত ভয় পেয়ে যান লকেট। শেষে অশ্লীলভাবে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। পাল্টা অসীমা পাত্র ও তাঁর অনুগামীরা ‘ডাকাত’ বলে কটাক্ষ করেন লকেটকে।

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version