Wednesday, August 20, 2025

বনগাঁয় তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর! মহিলাদের ‘গালিগালাজ’ পুলিশ কর্মীর

Date:

আজ, সোমবার গোটা দেশের সঙ্গে রাজ্যে ৭টি আসনে চলতি লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। এই পর্বে অন্যতম নজরকাড়া কেন্দ্র উত্তর ২৪ পরগনার বনগাঁ। মতুয়া অধ্যুষিত এই আসনে গতবার বিজেপি সিএএ তাস খেলে জিতে নিয়েছিল। জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী মতুয়া ঠাকুর বাড়ির সদস্য শান্তনু ঠাকুর। কিন্তু পাঁচবছর ধরে প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি বিজেপি। তাই এবার পাসার চাল অনেকটাই বদলে গিয়েছে। শান্তনুকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। এদিন সকাল সকাল নিজের বুথে ভোট দেন বিশ্বজিৎ। এরপর তিনি বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েন।

তৃণমূল প্রার্থীর দাবি, মোটের উপর শান্তিপূর্ণ ভোট হলেও কিছু কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনী অতিসক্রিয়তা দেখাচ্ছে। একটি বুথে তৃণমূল প্রার্থীকে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনা বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোপালনগর গিরিবালা বালিকা বিদ্যালয়ের ১১৪ নম্বর বুথে। ঘটনাস্থলে দাঁড়িয়েই মোবাইলে জেলা নির্বাচনী আধিকারিককে অভিযোগ জানিয়েছেন বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তিনি বলেন, “প্রার্থী হিসেবে নিজের লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে ঢোকার অধিকার রয়েছে। সঙ্গে প্রমাণ পত্র থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী ১১৪ নম্বর বুথে ঢুকতে দেয়নি। আসলে বিজেপি নেতাদের কথা মতো কেন্দ্রীয় বাহিনী কাজ করছে. সেটা স্পষ্ট। কমিশনকে জানিয়েছি।”

অন্য একটি বুথে আবার রাজ্য পুলিশের এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল। তাদের অভিযোগ, মহিলাদের সঙ্গে অশ্লীল ব্যবহার করেছেন রাজ্য পুলিশেরই ওই কর্মী। বিষয়টি শুনেই ক্ষুব্ধ হন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস।

ঘটনা বনগাঁ লোকসভা কেন্দ্রের বনগাঁ ৯৫/ ২৬৩ নম্বর বুথের। তৃণমূল কর্মীদের দাবি, সকাল থেকেই শান্তিপূর্ণ ভোট চলছিল। সেই সময় হঠাৎ করেই মহিলাদের সঙ্গে অশ্লীল ব্যবহার করেন রাজ্য পুলিশের এক কর্মী। তাঁদের গালিগালাজ করার অভিযোগ ওঠে ওই পুলিশের বিরুদ্ধে। বিষয়টি জানার পরই বিশ্বজিৎ দাস জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই পুলিশ সুপারকে বিষয়টি জানান তিনি।

আরও পড়ুন- উলুবেড়িয়ার পর হুগলি! ফের মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ জওয়ানের বিরুদ্ধে, গর্জে উঠল তৃণমূল 

Related articles

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...

রাজ্যপালের নাম ভাঙিয়ে প্রতারণা! সতর্ক করল রাজভবন 

রাজ্যপালের নাম ভাঙিয়ে সাইবার প্রতারণার ঘটনা বাড়তে থাকায় তীব্র সতর্কবার্তা জারি করল রাজভবন। অভিযোগ, প্রতারকরা নিজেদের রাজ্যপালের দফতরের...

রানাঘাট সাংগঠনিক জেলার বৈঠকে নিবিড় জনসংযোগে জোর অভিষেকের

রানাঘাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার সেখানে...

শোস স্টপার দেব, তবে রঘু ডাকাতের লুকসে চমক অনির্বাণের

পুজোয় মাত করবে রঘু ডাকাত। টিজার লঞ্চেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। দেবের (Dev) লুকস থেকে দেবের রঘু ডাকাত...
Exit mobile version