Monday, November 3, 2025

এলাকায় ‘লোক ঢোকানোর চেষ্টা’ লকেটের! অসীমার সঙ্গে প্রতিরোধ স্থানীয় মহিলাদের

Date:

লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় হুগলির পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। পরাজয় নিশ্চিত জেনে এবার এলাকায় ঘুরে ঘুরে অশান্তি বাধানোর চেষ্টা বিজেপি প্রার্থীর। তবে বিশৃঙ্খলা বাধানোর চেষ্টা করলে প্রতিরোধ করেন ধনেখালির স্থানীয় মহিলারাই। লকেটকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাঁরা অভিযোগ করেন তাঁদের এলাকায় ‘লোক ঢোকানোর চেষ্টা’ করছিলেন বিজেপি সাংসদ। ঘটনাস্থলে পৌছান ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। তাঁকে দেখে যেন আস্থা ফিরে পান বাসিন্দারা। বিধায়কের সঙ্গে স্থানীয় মহিলাদের প্রতিরোধের মুখে অশ্লীল ভাষায় আক্রমণ করেন বিজেপি সাংসদ।

পঞ্চম দফা নির্বাচনের দিন সকাল থেকেই বিভিন্ন বুথে ঢুকে অশান্তি বাধানোর চেষ্টা করে চলেন লকেট চট্টোপাধ্যায়। ধনেখালিকে যেন টার্গেট করে তৃণমূল কর্মীদের হেনস্থা ও অশান্তি করা শুরু করেন তিনি। একটি বুথে ঢুকে নির্বাচনের কাজে যুক্ত মহিলা পুলিশ কর্মীকেও জোর করে বের করে দেন তিনি। এরপর আরেক এলাকায় ঢুকে ভোটাদের হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ। ভোটারদের লাইনে ঢুকে হুমকির ভঙ্গিতে প্রশ্ন করতে শুরু করলে লাইনে দাঁড়ানো ভোটাররা প্রতিবাদ করেন। অনেকে দাবি করেন সুস্থ ভোটে অশান্তি করতে এসেছেন লকেট চট্টোপাধ্যায়। গতবারের ভোটেও এভাবে তিনি অশান্তি বাধানোর চেষ্টা করেন বলেও দাবি ভোটারদের।

এরপরই ঘটনাস্থলে পৌঁছান ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। মহিলারা অভিযোগ করেন শান্তিপূর্ণ এলাকায় নিজের লোক ঢোকানের চেষ্টা করার জন্য এলাকায় আসেন বিজেপি সাংসদ। তাঁকে দেখে স্থানীয়দের মধ্যে তৃণমূলের জনসমর্থন দেখে কার্যত ভয় পেয়ে যান লকেট। শেষে অশ্লীলভাবে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। পাল্টা অসীমা পাত্র ও তাঁর অনুগামীরা ‘ডাকাত’ বলে কটাক্ষ করেন লকেটকে।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version