Sunday, May 4, 2025

এলাকায় ‘লোক ঢোকানোর চেষ্টা’ লকেটের! অসীমার সঙ্গে প্রতিরোধ স্থানীয় মহিলাদের

Date:

লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় হুগলির পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। পরাজয় নিশ্চিত জেনে এবার এলাকায় ঘুরে ঘুরে অশান্তি বাধানোর চেষ্টা বিজেপি প্রার্থীর। তবে বিশৃঙ্খলা বাধানোর চেষ্টা করলে প্রতিরোধ করেন ধনেখালির স্থানীয় মহিলারাই। লকেটকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাঁরা অভিযোগ করেন তাঁদের এলাকায় ‘লোক ঢোকানোর চেষ্টা’ করছিলেন বিজেপি সাংসদ। ঘটনাস্থলে পৌছান ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। তাঁকে দেখে যেন আস্থা ফিরে পান বাসিন্দারা। বিধায়কের সঙ্গে স্থানীয় মহিলাদের প্রতিরোধের মুখে অশ্লীল ভাষায় আক্রমণ করেন বিজেপি সাংসদ।

পঞ্চম দফা নির্বাচনের দিন সকাল থেকেই বিভিন্ন বুথে ঢুকে অশান্তি বাধানোর চেষ্টা করে চলেন লকেট চট্টোপাধ্যায়। ধনেখালিকে যেন টার্গেট করে তৃণমূল কর্মীদের হেনস্থা ও অশান্তি করা শুরু করেন তিনি। একটি বুথে ঢুকে নির্বাচনের কাজে যুক্ত মহিলা পুলিশ কর্মীকেও জোর করে বের করে দেন তিনি। এরপর আরেক এলাকায় ঢুকে ভোটাদের হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ। ভোটারদের লাইনে ঢুকে হুমকির ভঙ্গিতে প্রশ্ন করতে শুরু করলে লাইনে দাঁড়ানো ভোটাররা প্রতিবাদ করেন। অনেকে দাবি করেন সুস্থ ভোটে অশান্তি করতে এসেছেন লকেট চট্টোপাধ্যায়। গতবারের ভোটেও এভাবে তিনি অশান্তি বাধানোর চেষ্টা করেন বলেও দাবি ভোটারদের।

এরপরই ঘটনাস্থলে পৌঁছান ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। মহিলারা অভিযোগ করেন শান্তিপূর্ণ এলাকায় নিজের লোক ঢোকানের চেষ্টা করার জন্য এলাকায় আসেন বিজেপি সাংসদ। তাঁকে দেখে স্থানীয়দের মধ্যে তৃণমূলের জনসমর্থন দেখে কার্যত ভয় পেয়ে যান লকেট। শেষে অশ্লীলভাবে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। পাল্টা অসীমা পাত্র ও তাঁর অনুগামীরা ‘ডাকাত’ বলে কটাক্ষ করেন লকেটকে।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version