উলুবেড়িয়ার (uluberia) পর এবার হুগলি (Hoogly)। এবার জাঙ্গিপাড়ায় (Jangipara) এক মহিলার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল নির্বাচনের ডিউটিরত এক জওয়ানের (Jawan) বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই অভিযুক্ত জওয়ানকে গাছে বেঁধে বেধড়ক মারধর করে স্থানীয়রা বলে অভিযোগ। পরে তাঁকে পুলিশ গিয়ে উদ্ধার করে। তবে ভোটের নামে যেখানে দিল্লি থেকে হাজারে হাজারে কেন্দ্রীয় বাহিনী বাংলায় এনেছে কেন্দ্রীয় সরকার সেখানে একের পর এক জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠায় চরম ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস (TMC)।
তৃণমূলের অভিযোগ, বাংলায় প্রচুর কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে শান্তিপূর্ণ ভোট পরিচালনা করার জন্য। অথচ, অমিত শাহের কেন্দ্রীয় বাহিনীর একাংশ সেই শীতলকুচি মডেল অনুসরণ করছে। কোথাও ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষকে মারছে, কোথাও আবার বাংলার মা-বোনদের সম্ভ্রমহানির চেষ্টা করছে। পাশাপাশি আরও অভিযোগ, মহিলাদের সঙ্গে শ্লীলতাহানি করার একটি প্রবণতা রয়েছে কেন্দ্রীয় বাহিনীর। এরা যেখানে যাচ্ছে, মহিলাদের উপর অত্যাচার করছে। উলুবেড়িয়াতে হল, এরপর জাঙ্গিপাড়াতে হল। যেই রক্ষক সেই ভক্ষক হয়ে যাচ্ছে।
Our Rajya Sabha MP @sagarikaghose condemned the disturbing incidents of sexual molestation in Uluberia and Jangipara by Central Forces controlled by HM @AmitShah.
The protectors have turned into predators, all under PM @narendramodi's watch!
Modi Ki Guarantee = Nari Apmaan pic.twitter.com/FlEld3rck7
— All India Trinamool Congress (@AITCofficial) May 20, 2024