ফের কি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জার্সি গায়ে মাঠে দেখা যাবে ইউনিভার্স বস ক্রিস গেইলের ঝোড়ো ব্যাটিং ? বিরাট কোহলির কথায় কিন্তু সেরকমই স্বপ্ন দেখতে শুরু করেছে আরসিবি ভক্তরা। ব্যাঙ্গালুরুর দুই তারকার কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা উস্কে দিয়েছে গেইলের মাঠে ফেরা।

টানা ছয় ম্যাচ জিতে দাপটের সঙ্গে প্লে-অফে উঠে গিয়েছে। শনিবার নিজেদের ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে বড় ব্যবধানে হারিয়ে প্লে-অফের টিকিট পেয়েছে আরসিবি। তার পরেই বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন দলের ক্রিকেটাররা। সেই সময় দলের সেলিব্রেশনে যোগ দেন আরসিবি প্রাক্তনী গেইল। তাঁকে দেখেই উচ্ছ্বসিত হয়ে জড়িয়ে ধরেন বিরাট। গর্বিত কিং কোহলি জানান, “গেলকে বিরাট বলেন, “কাকা পরের বার ফিরে এসো। এখন ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম আছে। তোমাকে ফিল্ডিং করতে হবে না। এই নিয়ম তোমার জন্যই তৈরি।” বিরাটের মুখে এই কথা শুনে হেসে ফেলেন গেল। তবে এরপরই বিরাট আবার গেইলকে বলেন, “ জানো ক্রিস, এবারের আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা আমিই মেরেছি।”

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন গেইল। আইপিএলে ১৪১টি ইনিংসে ৪৯৬৫ রান করেছেন গেইল। ৬টি শতরান ও ৩১টি অর্ধশতরান করেছেন তিনি। প্রতিযোগিতার সবচেয়ে বেশি ছক্কাও ৩৫৭ টি মেরেছেন এই বাঁহাতি ব্যাটার।

আরও পড়ুন- দলকে চ্যাম্পিয়ন করেই কি ম্যানসিটি ছাড়ার ইঙ্গিত দিলেন গুয়ার্দিওলা?
