Thursday, August 21, 2025

তাহলে কি সম্ভাবনাই সত্যি হতে চলেছে? এবার হুগলি থেকে হারতে চলেছেন বিদায়ী বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়? দিনভর যেভাবে হুগলির বিভিন্ন জায়গায় তিনি অপদস্থ হলেন, তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান উঠল, বিক্ষোভ দেখালেন মানুষ, মহিলারা জুতো পর্যন্ত দেখালেন! লকেটকে দেখে যে মাত্রায় উত্তেজনা ছড়াল, তা থেকে স্পষ্ট নিজের সংসদীয় এলাকায় জমি হারিয়েছেন বিজেপি প্রার্থী।

আজ, সোমবার গোটা দেশের সঙ্গে রাজ্যের ৭টি আসনে পঞ্চম দফায় ভোটগ্রহণ। যার মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র হুগলি। এখানে বিজেপির লকেটের সঙ্গে লড়াই তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের। প্রকৃত অর্থেই তারকা কেন্দ্র এই হুগলি।

ধনেখালিতেও বিক্ষোভ-ঘেরাওয়ের মুখে পড়েন লকেট। রীতিমতো সম্মুখ সমরে দেখা লকেট চট্টোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক অসীমা পাত্রকে। একদিকে ‘চোর, চোর’ বলে স্লোগান দিতে থাকেন লকেট । অন্যদিকে, পালটা ‘ডাকাত’ বলে তোপ দাগেন অসীমা পাত্র। অসীমা পাত্রের বাড়ির সামনের বুথে ঘটে এই গন্ডগোল। গত লোকসভা ভোটে ওই বুথেই লকেটের বিরুদ্ধে ইভিএম ভাঙার অভিযোগ উঠেছিল। এবার অবশ্য প্রবল বিক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হন বিজেপি প্রার্থী। ধনেখালিতেই ৫১৭ নম্বর তৃণমূলের এজেন্টের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি!

অন্যদিকে, চন্দননগরের একটি বুথে যেতেই লকেটকে ঘিরে ধরেন স্থানীয় মহিলারা। তাঁদের অভিযোগ, পাঁচ বছরে লকেটকে এলাকায় দেখা যায়নি। কোনও কাজ করেন। এখন ভোটের সময় ফের এসেছেন। ওই মহিলারা লকেটকে দেখে এতটাই উত্তেজিত ছিলেন তাঁরা নিজেদের পায়ের জুতো খুলে লকেটকে দেখান। সেই জায়গা থেকেও কোনওরকমে লকেটকে বের করে নিয়ে যান তাঁর নিরাপত্তারক্ষীরা।





 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version