Thursday, August 21, 2025

খাড়গের ছবিতে কেন কালি? কংগ্রেস হাইকমান্ডের তোপের মুখে অধীর বাহিনী

Date:

I.N.D.I.A জোট সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য ও ক্রমাগত তৃণমূল বিরোধিতার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে সতর্ক করেছিলেন দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। অধীরের উপর কিছুটা ক্ষোভ প্রকাশ করেই খাড়গে বলেছিলেন, অধীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। কংগ্রেসের সিদ্ধান্ত নেওয়ার জন্য হাইকমান্ড রয়েছে। হাইকমান্ডের সিদ্ধান্ত পছন্দ না কারও পছন্দ না হলে তিনি বেরিয়ে যেতে পারেন। কংগ্রেস সভাপতির এমন মন্তব্যের পর শোরগোল পড়ে যায়।

এরপর মৌলালিতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দফতরের সামনে রাতের অন্ধকারে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছবি লাগানো হোর্ডিং ছিঁড়ে ফেলা ও কালি ছিটিয়ে দেয়। বাংলায় সদর দফতর বিধান ভবনের বাইরে কংগ্রেস সভাপতির ছবিতে ছেটানোর ঘটনায় রিপোর্ট চাইল এআইসিসি। কংগ্রেস সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে একটি রিপোর্ট চেয়েছেন।

প্রদেশ সভাপতি অধীর চৌধুরী ও রাজ্যের দায়িত্বে থাকা পর্যবেক্ষকের কাছে বেণুগোপাল রিপোর্ট চেয়ে বলেছেন, “এটা আমাদের নজরে এসেছে যে দলের কয়েকজন পদাধিকারী এবং কর্মী সোশ্যাল মিডিয়াতে মাননীয় কংগ্রেস সভাপতির বিরুদ্ধে কিছু অমানবিক মন্তব্য করেছেন। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দফতরের বাইরে হোর্ডিং ভাঙচুরও চালিয়েছে কিছু দুষ্কৃতী। এতে দলের লাখো কর্মী-সমর্থকের অনুভূতিতে আঘাত লেগেছে। এ ধরনের গুরুতর দলবিরোধী কর্মকাণ্ডকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রকাশ্যে এই ধরনের অবাধ্যতা এবং শৃঙ্খলাহীনতার প্রদর্শনকে সহ্য করবে না। পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদককে অবিলম্বে এই চরম শৃঙ্খলাভঙ্গের কাজের একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version